পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ sub-division অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নিবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে এখানে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: ক্লার্ক( UDC)
পদের নাম: একাউন্টেন্ট
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 64 বছরের নিচে।
বেতন: আপনি যদি এই চাকরি আবেদন করতে চান , তাহলে আপনাকে এই চাকরির জন্য প্রতিমাসে 12000 টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদনপত্রটি অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও আপনি বিস্তারিত জানতে পারবেন না জলপাইগুড়ি জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আপনি আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন। আবেদনপত্রের সঙ্গে 42 টাকার একটি পোস্ট স্টাম্প লাগিয়ে সেটি খামে ভরে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র ঠিকানা : আপনি যদি এই চাকরি করতে চান হন, তাহলে নিচের ঠিকানায় আবেদনপত্র টি পোস্ট খাম করে পাঠাতে হবে
-Executive Officer & Member Secretary, Gazaldoba Development Authority & Sub Divisional Officer, Mal, Jalpaiguri, P.O- Mal, Dist- Jalpaiguri, Pin- 735221
আবেদনপত্র শেষ তারিখ : এই চাকরির জন্য আবেদনপত্রটি পাঠাতে হবে আপনাকে 9 ফেব্রুয়ারি 2022 তারিখ মধ্যে।
আবেদনপত্র এর সঙ্গে যে ডকুমেন্ট জমা দিতে হবে : এই চাকরি আবেদন করতে চান তাহলে আপনাকে নিচের দেওয়া ডকুমেন্ট গুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে পোস্ট খামে ভরে আবেদনপত্র এর সঙ্গেপাঠিয়ে দিতে হবে।
সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
কাস্ট সার্টিফিকেট যদি থাকে
কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
সম্প্রতি তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো
এছাড়াও আপনি যদি এই চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে চান ,তাহলে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে পরে জেনে নিতে হবে।