চাকরির সংক্ষিপ্ত বিবরণ :-
পশ্চিমবঙ্গে রাজ্যে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে গ্রুপ-D, স্টাফ নার্স সহ আরোও অনেক পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল সাইট এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । প্রথমেই জানিয়ে রাখি, নিয়োগটি ঝাড়গ্রাম জেলায় হবে। তবে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই নারী-পুরুষ সবাই তাদের যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট পোষ্টের জন্য আবেদন করতে পারবে।
অতএব, কোন কোন পোষ্টে নিয়োগ করা হবে, কোন পোষ্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, শুন্যপদের সংখ্যা কয়টি, মাসিক বেতন কত এবং কিভাবে আবেদন করতে হবে জানিয়ে দেওয়া হল। আবেদন করতে ইচ্ছুক থাকলে অবশ্যই সব কিছু জেনে তারপর আবেদন করবেন।
নোটিশ মেমো নম্বরঃ DH&FWS/JGM/2021/2410
নোটিশ প্রকাশের তারিখঃ 27.12.2021
যে পদ গুলিতে নিয়োগ করা হবে -
(1) পোষ্টের নাম- গ্রুপ D-আয়ুষ (Group D- Ayush )
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে 8,000 টাকা দেওয়া হবে ।
বয়সসীমা- এই চাকরির জন্য 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই চাকরির জন্য রাজ্য সরকারের কর্মরত অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। সেইসাথে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে।
শুন্যপদ- মোট শূন্যপদ 1 টি
(2) পোষ্টের নাম- অ্যাকাউন্ট্যান্ট- আয়ুষ (Accountant- Ayush)
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে 12,000 টাকা
বয়সসীমা- এই চাকরির জন্য 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-এই চাকরির জন্য রাজ্য সরকারের কর্মরত অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে।
শুন্যপদ-এই চাকরির জন্য 1 টি (UR)
3) পোষ্টের নাম- মেডিক্যাল অফিসার (Medical Officer)
বেতন-এই চাকরির জন্য প্রতি মাসে 60,000 টাকা
বয়সসীমা - এই চাকরির জন্য 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা - এই চাকরির জন্য MCI এর স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি করা থাকতে হবে। সেইসাথে এক বছরের ইন্টার্নশিপ।
শুন্যপদ-এই চাকরির জন্য 7 টি .
(4) পোষ্টের নাম- সাইকিয়াট্রিক নার্স/স্টাফ নার্স (Psychiatric Nurse/Staff Nurse)
বেতন-এই চাকরির জন্যপ্রতি মাসে 28,000 টাকা
বয়সসীমা -এই চাকরির জন্য 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা - এই চাকরির জন্য সাইকিয়াট্রিক নার্স পোষ্টের ক্ষেত্রে সাইকিয়াট্রিক নার্সিংয়ে B.Sc অথবা M.Sc করতে হবে। স্টাফ নার্স পোষ্টের ক্ষেত্রে GNM কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি (UR
5) পোষ্টের নাম- স্টাফ নার্স (Staff Nurse)
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে 25,000 টাকা
বয়সসীমা- এই চাকরির জন্য 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-এই চাকরির জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের স্বীকৃতিপাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM ট্রেনিং কোর্স অথবা B.Sc নার্সিং কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি (UR-1, SC-1)
শুন্যপদ- 7 টি
(5) পোষ্টের নাম- স্টাফ নার্স (Staff Nurse)
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে 25,000 টাকা
বয়সসীমা- এই চাকরির জন্য 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের স্বীকৃতিপাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM ট্রেনিং কোর্স অথবা B.Sc নার্সিং কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি (UR-1, SC-1)
(6) পোষ্টের নাম- স্টাফ নার্স (Staff Nurse)
বেতন- প্রতি মাসে 25,000 টাকা
বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের স্বীকৃতিপাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM ট্রেনিং কোর্স করা থাকতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
শুন্যপদ- 9 টি (UR-4, SC-2, ST-1, OBCA-1, OBCB-1).
7) পোষ্টের নাম- ডিসট্রিক্ট ম্যানেজার- পাবলিক হেলথ (District Manager- Public Health)
বেতন- এই চাকরির জন্য প্রতি মাসে 40,000 টাকা
বয়সসীমা- এই চাকরির জন্য 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই চাকরির জন্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্টে MBBS/Dental/AYUSH/Nursing গ্র্যাজুয়েট হতে হবে। সেইসঙ্গে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি (UR.
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল
নিয়োগের স্থানঃ ঝাড়গ্রাম জেলার রঘুনাথপুর
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গের স্থাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিংকটি আপনি নিচে পেয়ে যাবেন। লিংকে ক্লিক করলে বিভিন্ন পোষ্টে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করার লিংক দেখতে পাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী পোস্ট নির্বাচন করে লিংকে ক্লিক করবেন। তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আবেদন করা হয়ে গেলে আবেদনপত্রের হার্ড কপিটি প্রিন্ট করবেন। তারপর আবেদনপত্রের ঐ হার্ড কপিটি নিচের ঠিকানায় ১৩ জানুয়ারি তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানাঃ
Office of the Chief Medical Officer of Health, Jhargram, P.O- Raghunathpur, (Jhargram District Hospital Complex), Jhargram, Pin-721507.
আবেদন ফিঃ
জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং রিজার্ভ ক্যাটেগরিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে ৫০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 27.12.2021
আবেদন শুরু 29.12.2021
আবেদন শেষ 10.01.2022
আবেদনপত্রের হার্ড কপি জমা শেষ 13.01.2022.
Official Website : Click Here
Official Notification : Click Here
Apply Link : Click Here
