চাকরিরর সংক্ষিপ্ত বিবরণ :
পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে ‘স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি’ তে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলছে।
নিয়োগ করা হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে। প্রতিটি চাকরির বিজ্ঞপ্তির মতো এক্ষেত্রেও কোন কোন পদ রয়েছে, বেতন কত, শুন্যপদ কয়টি আছে এবং আবেদন কিভাবে করতে হবে নিচে জানানো হয়েছে।
Calcutta Tropical Medicine SUDA Recruitment
নোটিশ নম্বরঃ STM/ DT/ 01/ 027/ 2022
নোটিশ প্রকাশের তারিখঃ 28.01.2022
যে পদ গুলিতে নিয়োগ করা হবেঃ
(1) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant)
(2) ইনসেক্ট কালেক্টর (Insect Collector)
Calcutta Tropical Medicine SUDA Recruitment
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
বেতন- এই চাকরির জন্য মাসিক বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- এই চাকরির জন্য যেকোনো ইউনিভার্সিটি থেকে জুওলজি বা সম্পর্কিত কোনো বিষয় নিয়ে M.Sc তে 1st ক্লাস ডিগ্রি থাকতে হবে। সেইসাথে এক বছরের গবেষনা করার অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- ইনসেক্ট কালেক্টর
বেতন- এই চাকরির জন্য মাসিক বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- এই চাকরির জন্য যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে জুওলজি বিষয়ে B.Sc ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
Calcutta Tropical Medicine SUDA Recruitment
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল (Contractual)
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ করে। অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে। তাই প্রথমে প্রার্থীকে নোটিশটি ডাউনলোড করে ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
তারপর ঐ ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। ফর্ম পূরন করা হলে ফর্মের সাথে দরকারি কাগজপত্রের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। সবশেষে ঐ আবেদনপত্রের খামটি একটি ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
Director, School of Tropical Medicine, Kolkata, 108, C.R. Avenue, Kolkata- 700073.
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 28.01.2022 |
আবেদন শুরু | 28.01.2022 |
আবেদন শেষ | 15.02.2022 |