West Bengal Data Entry Operator Recruitment :
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন ফের চাকরির খবর নিয়ে আপনাদের সামনে আসা হলো। এবার রাজ্যের খাদ্য দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য দপ্তরে নানা কাজে এই কর্মী নিযুক্ত করা হবে। ডেটা এন্ট্রি অপারেটর চাকরি
আরও জানানো হয়েছে, সামনে যেহেতু দুয়ারে রেশন প্রকল্প চালু করা হচ্ছে তাই দুয়ারে রেশন ও রেশন এর যাবতীয় ডাটা এন্ট্রির কাজ করতে লোকের প্রয়োজন ঠিক এই কারনে জেলার খাদ্য দপ্তর কর্তৃক ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে করা হবে। পরবর্তীতে কাজের মেয়াদ বাড়াতেই পারে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। নিচে শূন্য পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -
রাজ্যের খাদ্য দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB DEO Job Reqruitment
শূন্যপদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শিক্ষাগত যোগ্যতা : এই চাকরির জন্য পশ্চিমবঙ্গে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করলে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকলে এই পদে আবেদন করতে পারবে। MS Word ও MS এর যাবতীয় কাজ জানতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর চাকরি সুযোগ |
বয়স : এই চাকরির জন্য আবেদনকারীর বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
West Bengal Data Entry Operator Recruitment :
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে সরাসরি বিডিও অফিসে বায়োডাটা জমা করতে হবে। নিচে কীভাবে বায়োডাটা প্রস্তুত করবেন তা উল্লেখ করা হল। নিচে আবেদন পত্র জমা করার ঠিকানা উল্লেখ করা হল।
কীভাবে বায়োডাটা প্রস্তুত করবেন?
বায়োডাটার মধ্যে নাম, ঠিকানা, নিজের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেইলস, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, অভিজ্ঞতা, পাসপোর্ট সাইজের ছবি ও আরও অন্যান্য থাকলে উল্লেখ করতে হবে।
বায়োডাটার সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
4. কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট
5. আধার বা ভোটার কার্ড
6. 2 কপি পাসপোর্ট সাইজের ছবি
West Bengal Data Entry Operator Recruitment :
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর 3-5 সেট ফটোকপি করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস এ নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদন পত্র গ্রহণ শুরু হয়েছে 01-02-2022 থেকে এবং আবেদন চলবে 08-02-2022 পর্যন্ত।
আবেদন পত্র জমা করার ঠিকানা : Chamber Of BDO,Kaliachak I, Malda
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন