Ads Area

রাজ্যে ফের প্রচুর ক্লার্ক ও গ্রুপ ডি চাকরির সুযোগ। WB Govt Jobs Reqruitment, HS Pass Govt Jobs 2022

 WB Govt Jobs Reqruitment 2022

রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য ফের এক বিরাট সুখবর। এবার রাজ্যের প্রচুর শূন্যপদে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রকে এই শূন্যপদ গুলি পূরণ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে এবং আবেদনকারীরদের মধ্যে পুরুষ ও মহিলা উভয় আবেদনের যোগ্য ।


যে সমস্ত চাকরি প্রার্থীরা,পশ্চিমবঙ্গে স্থায়ী পদে ক্লার্ক(Clerk) ও গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করার আগে নিচে শেষ অবধি পড়তে হবে। নিচে নিয়োগ সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করবো। যে আলোচনার মাধ্যমে আপনার ক্লার্ক(Clerk) ও গ্রুপ ডি পদে নিয়োগ সম্পর্কে পরিস্কার ধারনা তৈরি হবে। 


আবেদন পদ্ধতি : প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে । আবেদন করতে হবে 25 ফেব্রুয়ারীর মধ্যে। 


আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস লাগবে - 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 


2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 


3. জাতিগত সংশয় পত্র 


4. আধার বা ভোটার কার্ড


5. অভিজ্ঞতা (যদি থাকে)


6. তিন কপি পাসপোর্ট সাইজের ছবি 


নিচে প্রত্যেক শূন্যপদ ও তার সম্পর্কে আলাদা আলাদা করে সবিস্তারে আলোচনা করা হল -

নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও অন্যান্য টেস্ট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অফিসিয়াল ওয়েবসাইট এ যাবতীয় আপডেট দেওয়া হবে। 

1. Tally Clerk

শূন্যপদ : 2 টি

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও উক্ত পদের সমান কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 

মাসিক বেতন : পে ম্যাট্রিক্স 2 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে.

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 


2. MTS( Watchman) 

শূন্যপদ : 4 টি


শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট পদে সমান ট্রেডে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার থাকবে। 


মাসিক বেতন : পে ম্যাট্রিক্স 2 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে.

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 


3. MTS (Safaiwala)

শূন্যপদ : 3 টি

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট পদে সমান ট্রেডে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার থাকবে। 

মাসিক বেতন : পে ম্যাট্রিক্স 1 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। 

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 


4. Cook 

শূন্যপদ : 3 টি

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে ভারতীয় খাবার তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। 

মাসিক বেতন : পে ম্যাট্রিক্স 2 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে.

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 


5. House Keeper 

শূন্যপদ : 4 টি

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ করতে হবে। 

মাসিক বেতন : পে ম্যাট্রিক্স 1 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। 

বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে.

আবেদন পাঠানোর ঠিকানা : 

Commandant Embarkation Headquarter, 246 AJC Bose Road, Alipore, Kolkata, 700027। কোনো রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠাবেন না। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে জানতে পারবেন।

অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন


https://drive.google.com/file/d/1B6xCHYsSscZqURG3XPjMRe_QFmeTQ83e/view?usp=sharing

Top Post Ad

Below Post Ad

Ads Area