চাকরির সংক্ষিপ্ত বিবরণ : 2022 সাল শুরু হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার WBPSC নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল। আপনার যদি না জানা থাকে তাই জানিয়ে রাখছি, গত ২রা ফেব্রুয়ারি WBPSC এর অফিসের সামনে রাজ্যের চাকরিপ্রার্থীরা বিক্ষোভ আন্দোলন কর্মসূচী চালিয়েছিল। তাদের দাবীর বিষয়ে কথা বলবা না। কেননা সেটি আমাদের কারোরই অজানা নয়।
এইবার আসি আজকের নিয়োগের টপিকে। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) রাজ্যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে কর্মচারি নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল। চলুন তাহলে আমরা এই চাকরির নিয়োগের বিষয়ে জেনে নিই। আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই জেনে বুঝে তারপর আবেদন করবেন।
WBPSC Audit Service Recruitment 2022
নোটিশ নম্বরঃ 12/2021
আবেদনের মাধ্যমঃ এই চাকরির জন্য আপনাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
চাকরি পরীক্ষার নামঃ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এক্সাম
সার্ভিসঃ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস
ডিপার্টমেন্টঃ ফাইনান্স ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার
বেতনঃ এই চাকরির জন্য আপনাকে প্রতি মাসে পে লেভেল 16 অনুযায়ী 56,100 থেকে 1,44,300 টাকা বেতন দেওয়া হবে।
শুন্যপদঃ এই চাকরির মোট 36 টি শূন্যপদ আছে।
WBPSC Audit Service Recruitment 2022
শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য আপনাকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কমার্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে, অথবা “Institute of Chartered Accountants of India” এর সদস্য হতে হবে, অথবা “Institute of Cost Accountants of India” এর সদস্য হতে হবে, অথবা ফাইনান্সে MBA/PGDM কোর্স করা থাকতে হবে, অথবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর স্বীকৃতিপ্রাপ্ত দুই বছরের ফুল টাইম ফাইনান্সে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে হবে।
বয়সঃ এই চাকরির জন্য আপনাকে 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 36 বছরের কম হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর জন্ম অবশ্যই 2 জানুয়ারি 1985 তারিখের পরে হতে হবে।
বয়সের ছাড়ঃ এই চাকরির জন্য আপনাকে SC, ST শ্রেনির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের এবং OBC শ্রেনির প্রার্থীরা তিন বছরের ছাড় পাবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
নিম্নলিখিত কয়েকটি প্রক্রিয়ায় নিয়োগ করা হবে-
(1) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination)
(2) মেন পরীক্ষা (Main Examination)
(3) পার্সোনালিটি টেস্ট (PERSONALITY TEST)
পরীক্ষার সিলেবাসঃ এই চাকরি পরীক্ষার সম্পূর্ন সিলেবাসটি নিচের দেওয়া লিংকে ক্লিক করে PDF ডাউনলোড করতে পারবেন।
WBPSC Audit Service Recruitment 2022
আবেদন প্রক্রিয়াঃ
এই চাকরির জন্য আপনাকে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদনকারীকে সর্বপ্রথম, মোবাইল নম্বর এবং সঠিক ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন করতে হবে এবং উক্ত পদের জন্য আবেদন করতে হবে।
আবেদন ফিঃ
এই চাকরির জন্য আপনাকে 250 টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে। রাজ্যের ST, SC এবং PWD শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে এবং অফলাইনে সরাসরি ব্যাংকের মাধ্যমেও আবেদন ফি জমা করা যাবে।
WBPSC Audit Service Recruitment 2022
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 07.02.2022
আবেদন শুরু 07.02.2022
আবেদন শেষ 27.02.2022