কৃষি দপ্তরে চাকরির সুযোগ | Agriculture Department Recruitment 2022
রাজ্যের কৃষি দপ্তর (Department of Agriculture) থেকে নিয়োগের আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরির নিয়োগের ক্ষেত্রে বিষয় হচ্ছে, লিখিত কোনো পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করানো হবে।
![]() |
| Agriculture department Vacancy |
ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোজেক্ট এর আওতায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে নিয়োগ করা হবে। এইবার আমরা এই নিয়োগের যাবতীয় বিষয় এক এক করে নিচে জেনে নেবো।
পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা
কৃষি দপ্তরে চাকরির সুযোগ | Agriculture Department Recruitment 2022
(1) পদের নাম- WTD Member (Livelihood)
শিক্ষাগত যোগ্যতা- অ্যাগ্রিকালচার/ ফরেস্ট্রি/ প্ল্যান্ট সায়েন্স/ অ্যানিমাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
2) পদের নাম- WTD Member (Social Welfare)
শিক্ষাগত যোগ্যতা- রুরাল ডেভেলপমেন্ট/ সোশ্যাল সায়েন্স/ অ্যাগ্রিকালচার ইকোনমিক্স গ্র্যাজুয়েট হতে হবে।
(3) পদের নাম- WTD Member (Micro Enterprises)
শিক্ষাগত যোগ্যতা- কমার্স/ ইকোনমিক্স/ রুরাল ম্যানেজমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
(4) পদের নাম- WTD Member (Engineering)
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।
বেতনঃ এই চাকরির জন্য প্রতিটি পদের জন্য প্রতি মাসে সর্বাধিক 10,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ উপরের প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে।
চাকরির ধরনঃ এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে (পাঁচ বছর পর্যন্ত চাকরির সময়সীমা বাড়ানো হবে)।
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 31 মার্চ 2022
ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইমঃ সকাল 10.00 টা থেকে 10.30 পর্যন্ত
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল 11.00
ইন্টারভিউয়ের জন্য আবেদনঃ
এক্ষেত্রে আলাদা করে আগে থেকে আবেদন করার কোনো দরকার নেই। আবেদনকারীকে অফিসিয়াল নোটিশ থেকে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে।
ঐ ফর্মটি এবং দরকারি সমস্ত ডকুমেন্ট এর অরিজিনাল ও জেরক্স কপি এবং দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
👉Official Notification : Download Now

