Ads Area

WB Food-Supply Department Deo Recruitment 2022 | ডেটা এন্ট্রি অপারেটর চাকরি সুযোগ

 

 WB Food-Supply Department Deo Recruitment 2022

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছিলেন দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে এরপর থেকেই বিভিন্ন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এর কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এ নিয়োগ করা হচ্ছে অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর(Additional DataEntryOperator)


 এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে । আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও খুঁটিনাটির নিচে দেওয়া আছে এবং অফিশিয়াল নোটিফিকেশনও দেওয়া আছে বিস্তারিত জেনে নিন।


পদের নাম: অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর(DEO)


বেতন: আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তাহলে এখানে প্রতি মাসে আপনাকে 13000/- টাকা করে বেতন দেওয়া হবে।


নিয়োগ পদ্ধতি: এই চাকরি পাওয়া অতি সোজা। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার চাকরি হয়ে যাবে.


আবেদন পদ্ধতি: এই চাকরি জন্য আপনাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তাই এখানে আপনাকে আগে থেকে আবেদন করতে হবে না। তবে এখানে ইন্টারভিউ দিতে গেলে আপনি যেসব প্রক্রিয়া ফলো করবেন সেগুলি হল-


Step-1 প্রথমে আপনাকে অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করতে হবে।


Step-2 এরপর আপনি অফিশিয়াল নোটিফিকেশন এর নিচে আবেদনের ফরম টি পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে নেবেন।


Step-3 আবেদনের ফরম টি ডাউনলোড করার পর আপনারা আবেদনের ফরমটি প্রিন্ট আউট করে বের করে নেবেন


Step-4 আবেদনের ফরম টি ভালো করে ফিলাপ করে এর সঙ্গে আপনার সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে রাখবেন।


Step-5 এরপর আপনি আবেদনের হামটি ইন্টারভিউ দিন নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে জমা দিয়ে সরাসরি ইন্টারভিউ দিবেন।


 কি ডকুমেন্ট জমা দেবেন: নিচের দেওয়া ডকুমেন্টগুলো অরিজিনাল কপি জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যাবেন-


1.আধার কার্ড/ ভোটার কার্ড


2.মাধ্যমিকের এডমিট কার্ড,


3.আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টস


4.গ্রাজুয়েশনের মার্কসিট ও


5.কম্পিউটার সার্টিফিকেট


ইন্টারভিউ তারিখ: এখানে 9 মার্চ 2022 তারিখের সকাল দশটা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।


ইন্টারভিউ স্থান: ইন্দপুর বিডিও অফিস , বাঁকুড়া, পশ্চিমবঙ্গ.

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে অবশ্যই যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে আপনার একটি কম্পিউটার সার্টিফিকেট দরকার।


বয়স সীমা: আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


আপনি যদি এই

 চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে অাবেদন সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি নিচের দেওয়া অফিসের নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন.


Official Notice : Click Here To Download 


Official Website : Click Here 

Top Post Ad

Below Post Ad

Ads Area