Ads Area

Central Govt Group D Recruitment | কেন্দ্রীয় সরকার গ্রুপ ডি পদে সরাসরি নিয়োগ

 Central Govt Group D Recruitment | কেন্দ্রীয় সরকার গ্রুপ ডি পদে সরাসরি নিয়োগ 


মাধ্যমিক পাশে অথবা অষ্টম শ্রেণী পাশে ভারতীয় পোস্ট এর তরফে প্রচুর পরিমাণে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর বেতন রয়েছে প্রচুর কর্মী নিয়োগ করা হবে এই চাকরিতে। 


এখানে যে কোন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তথা ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন । আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া হলো, আপনি এখানে চাকরি করার আগে অবশ্যই এগুলো ভালো করে জেনে নিন।


আবেদনের তারিখ: এখানে সরাসরি অনলাইনে আবেদন চলবে 9 মে 2022 তারিখ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। অষ্টম শ্রেণী পাস হলেও চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন।

 এছাড়াও চাকরিপ্রার্থীর আরো বেশ কিছু যোগ্যতার প্রয়োজন সেগুলো আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে নিতে পারবেন।

Central Govt Group D Recruitment | কেন্দ্রীয় সরকার গ্রুপ ডি পদে সরাসরি নিয়োগ 

পদের নাম: এখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি যে পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- Staff Car Driver


বয়স: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।


নিয়োগ পদ্ধতি: এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি আপনাকে নিয়োগ করা হবে।


বেতন: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলেই এর মধ্যে আবেদনের ফর্মটি পেয়ে যাবেন। 

এরপর আপনারা এই ফরমটি A4 পেজে প্রিন্ট আউট করে সেটিই ভালো করে ফিলাপ করে এর সঙ্গে আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে সেটি একটা খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Senior Manager, Mail Motor Services, 134, Sudam Kalu Ahire Road, Worli, Mumbai – 400018.



আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:


1. মাধ্যমিকের এডমিট কার্ড


2. মাধ্যমিকের মার্কশীট


3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)


4. ড্রাইভিং লাইসেন্স


5. আধার কার্ড অথবা ভোটার কার্ড


6. অন্যান্য সার্টিফিকেট যদি থাকে


আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে যেতে পারবেন.

Notification : ডাউনলোড করুন 

Website : এখানে ক্লিক করুন 

Top Post Ad

Below Post Ad

Ads Area