রাজ্যের ভোকেশনাল কাউন্সিলে নিয়োগ, WBSCVT Recruitment
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (WBSCVT) থেকে শুন্যপদ ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। WBSCVT এর ওয়েব পোর্টালের বিভিন্ন প্রোজেক্টে কাজের জন্য লোক নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত দেবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করতে হবে তা বিস্তারিত জানানো হল।
নোটিশ নম্বরঃ WBSCVT/SP/01/2019/407
নোটিশ প্রকাশের তারিখঃ 08.04.2022
আবেদনের মাধ্যমঃ এই চাকরির সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ সফটওয়্যার পার্সোনেল (Software Personnel) হিসাবে নিয়োগ করা হবে ।
মাসিক বেতনঃ এই চাকরির জন্য 27,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে।
বয়সসীমাঃ এই চাকরির জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টফিকেট অথবা কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
অভিজ্ঞতাঃ উক্ত কাজ সম্পর্কিত ফিল্ডে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল (১ বছরের জন্য নিয়োগ করা হবে, প্রয়োজনে চাকরির সময়সীমা বাড়ানো হবে)।
আবেদন প্রক্রিয়াঃ
একটি নির্দিষ্ট ফরম্যাটের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। এরপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরতে হবে। তারপর আবেদনপত্রের খামটিকে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Secretary, WBSCVT, 4th Floor, Karigari Bhawan, Action Area-III, Rajarhat, New Town, Kolkata-700160.
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 08.04.2022
আবেদন শুরু 08.04.2022
আবেদন শেষ 18.04.2022
Official Notice download Now