West Bengal Income Tax Department Group C Recruitment 2022
আবারও পশ্চিমবঙ্গের চাকরি আবেদন করার সুযোগ ।
ইনকাম টাক্স ডিপার্টমেন্ট এর তরফ থেকে এই চাকরির প্রকাশিত করা হয়েছে । আপনি যদি এই চাকরি আবেদন করতে চান, তাহলে সম্পূর্ণ ভালো ভাবে পারবেন । তারপর আবেদন করবেন । এই চাকরির সমস্ত তথ্য নিচে আলোচনা করা হয়েছে বিস্তারিত।এবং কিভাবে আবেদন করবেন সেটাও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নোটিশ নম্বরঃ PCCIT/WB&S/Pers./42/Sportsperson Recruitment/2021-22/14297
নোটিশ প্রকাশের তারিখঃ 01.03.2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর (Income Tax Inspector)
(2) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (Tax Assistant)
(3) মাল্টি-টাস্কিং স্টাফ (Multi-Tasking Staff)
নিয়োগের বিস্তারিত তথ্য (Post Details)
(1) পদের নাম- ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর
বেতন- পে লেভেল 7 অনুযায়ী প্রতি মাসে 9300 – 34800 টাকা
বয়সসীমা- এই চাকরির জন্য 18.04.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 – 30 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই চাকরির জন্য যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 5200 – 20200 টাকা.
বয়সসীমা- এই চাকরির জন্য18.04.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 – 27 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-এই চাকরির জন্য যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং প্রতি ঘন্টায় 8000 (আট হাজার) Key Depressions এ ডাটা এন্ট্রি স্পীড থাকতে হবে।
শুন্যপদ- 5 টি
(3) পদের নাম- মাল্টি-টাস্কিং স্টাফ
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 5200 – 20200 টাকা
বয়সসীমা- 18.04.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 – 25 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ
শুন্যপদ- 18 টি.
বয়সের ছাড়ঃ
SC, ST শ্রেনির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন।
OBC শ্রেনির প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
ডিপার্টমেন্টাল প্রার্থীরা 40-45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
স্পোর্টস এলিজিবিলিটিঃ
এই নিয়োগটি স্পোর্টস পার্সোনদের জন্য। যারা কোনো গেমস অথবা স্পোর্টসে অংশগ্রহন করেছে তারা আবেদন করতে পারবে।
গেমস/স্পোর্টস এর লিস্ট.
আবেদন প্রক্রিয়াঃ
সম্পুর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশের ৬ নম্বর পেজে দেওয়া রয়েছে। তাই প্রথমে নোটিশ ডাউনলোড করে Application ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
তারপর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। পূরন করা ফর্মের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। তারপর সেটি একটি ঠিকানায় পাঠাতে হবে।
খামের উপর লিখতে হবেঃ
APPLICATION FOR THE POST(S) OF ………………………………………. UNDER MERITORIOUS SPORTS PERSONS’ QUOTA” (ফাঁকা জায়গায় পদের নাম লিখতে)।
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel &
Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata700069.
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 01.03.2022
আবেদন শুরু 01.03.2022
আবেদন শেষ 18.04.2022.
https://incometaxindia.gov.in/
Official Notice : download Now


.jpeg)