Ads Area

যুবশ্রী প্রকল্পে সরাসরি কর্মী নিয়োগ | Madhyamik Pass Jobs | Employment Bank Jobs 2022

Employment Bank Jobs 2022 

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর। রাজ্যের যুবশ্রী প্রকল্পের অধীনে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট Employment Bank । 


বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের যে সকল চাকরি প্রার্থী অষ্টম কিংবা মাধ্যমিক পাশ করে রয়েছে এবং এখনো পর্যন্ত বেকার তাদের যুবশ্রী প্রকল্পের নানা রকম কাজে কর্মী নিয়োগ পদে আবেদনের জন্য অনুরোধ জানিয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন।


মোট শূন্যপদের নাম : 1. স্টোর এসিস্ট্যান্ট (Store Assistant)

2. সিকিউরিটি গার্ড (Security Guard)

3.ওয়্যার হাইস এসিস্ট্যান্ট ( Warehouses Assistant)

4. লোডিং ও আনলোডিং কর্মী ( Loading and Unloading Person)

Employment Bank Jobs 2022

শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম কিংবা মাধ্যমিক পাশ। স্টোর এসিস্ট্যান্ট ও সিকিউরিটি গার্ডের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ করতে হবে এবং বাকী ওয়্যার হাউস এসিস্ট্যান্ট ও লোডিং ও আনলোডিং পদের জন্য শুধু অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে। এখানে নতুন এবং অভিজ্ঞ উভয় কাজের সুযোগ পাবে।

মাসিক সাম্মানিক : এই চাকরির বেতন কাঠামো একটু আলাদা ধরনের। 

প্রথমে থাকা ও খাওয়া খরচের জন্য  প্রতি মাসে 12 হাজার দেওয়া হবে ।

এবং সেলস ইন্টেন্সিভ হিসেবে মাসে 11 হাজার দেওয়া হবে। স্টোর এসিস্ট্যান্ট পদের জন্য মাসে 7,300 টাকা

 সিকিউরিটি গার্ড পদে 7900 ও 

ওয়্যার হাউস এসিস্ট্যান্ট পদে মাসে 7300 টাকা দেওয়া হবে। এছাড়াও লোডিং ও আনলোডিং পদের জন্য দৈনিক মজুরি হিসাবে দেওয়া হবে।


বয়সসীমা : এই চাকরির যদি আপনি আবেদন করতে তাহলে প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে।


নিয়োগ প্রক্রিয়া : যে সকল  পর্থিরা  উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক,

 তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। কোনো  রকম লিখিত পরীক্ষা ছাড়াই । ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করে তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।


ইন্টারভিউ স্থান ও সময় : 59 B Chowringhee Road .Kolkata - 700020 । এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল এগারোটা থেকে এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলবে দুপুর 2 টো পর্যন্ত ।

আবেদনের শেষ তারিখ : ৩১/০৫/ ২০২২

কাজের দিন : প্রতিমাসে আনুমানিক 27-28 দিন কাজ করতে হবে। 

আবেদন পদ্ধতি : যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক এবং আবেদন ও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চাই তারা অফিসিয়াল নোটিশে প্রকাশিত মোবাইল নম্বরে যোগাযোগ করুন। +918336922170 

বায়োডাটা ইমেইল এড্রেসে পাঠাতে হবে। নিচে ইমেইল এড্রেস উল্লেখ করা হল - 

Email Address :- anjana.d@arambaghfoodmart.com

Official Notice :  Download Now

OFFICIAL Website : Click Here


Top Post Ad

Below Post Ad

Ads Area