Group D Recruitment In Hospital | Madhyamik Pass Jobs | মাধ্যমিক পাশ চাকরির খবর
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। রাজ্যে সরকারি হাসপাতালে প্রচুর শূন্যপদে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শতাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদ গুলিতে আবেদন করতে পারবে।
![]() |
Group D Recruitment |
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হয়েছে ।
Group D Recruitment:
নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -
1.লোয়ার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার কাজ জানতে হবে।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন :19,900 টাকা থেকে 63,200 টাকা।
শূন্যপদ : 3 টি
2. হেল্থ ইন্সপেক্টর
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সেনেটারি ইন্সপেক্টর কোর্স সম্পন্ন করতে হবে।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।
মাসিক বেতন : মাসিক বেতন 25,500 থেকে 81,100 টাকা দেওয়া হবে।
শূন্যপদ : 18 টি
3.ট্রেডসম্যান মেট
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18,000 থেকে 59,900 টাকা।
শূন্যপদ : 4 টি
4.বার্বার
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18,000 থেকে 59,900 টাকা।
শূন্যপদ : 9 টি
5. চৌকিদার
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18,000 থেকে 59,900 টাকা।
শূন্যপদ : 12 টি
Group D Recruitment:
6. সাফাইওয়ালা
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের। শুধু মহিলারাই আবেদন করতে পারবে।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18,000 থেকে 59,900 টাকা।
শূন্যপদ : 35 টি
7. কুক
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও ভারতীয় রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
মাসিক বেতন : 19,900 থেকে 63,200 টাকা।
শূন্যপদ : 3 টি
8.ওয়ার্ড সহায়িকা
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। শুধু মহিলারাই আবেদন করতে পারবে।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18,000 থেকে 59,900 টাকা।
শূন্যপদ : 53 টি
9.ওসারমেন
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের।
বয়সসীমা : আবেদনারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18,000 থেকে 59,900 টাকা।
শূন্যপদ : 17 টি
Group D Recruitment:
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করতে হবে।আবেদন পত্রটি পূরণ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি দিয়ে একটি খামে ভরে তার উপর Application For The Post Of......লিখতে হবে।
আবেদন ফী : পোস্টাল অর্ডার করে 100 টাকা আবেদন ফী জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. জাতিগত সংশয় পত্র
4. পাসপোর্ট সাইজের ছবি
5. আধার বা ভোটার কার্ড
6. অন্যান ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এবং টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ : 13/06/2022 তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবে। তবে এর আগেই পাঠালে বেশি গ্রহণ যোগ্য।
আবেদন পাঠানোর ঠিকানা : অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে। নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবে.
Notice: Download Now
Website: Click Here