Ads Area

Post Office Recruitment 2022 | পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে

 Post Office Recruitment 2022 | পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে ।

ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।এই চাকরির জন্য আবেদনকারীর বয়স , যোগ্যতা এবং আবেদন পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হলো - 



নিয়োগ কারী সংস্থা: 

এখানে কর্মী নিয়োগ করা হবে ভারতীয় পোস্ট(Indian Post) এর তরফ থেকে।

 পদের নাম: 

 যে পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- General Central service, group-C , Non gazetted and Non ministerial. 

বয়স:  

এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST ক্যাটাগরি চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং OBC ক্যাটাগরি চাকরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী তিন বছর বয়সের ছাড় পাবেন।

 নিয়োগ পদ্ধতি:

 এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি আপনাকে নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। দক্ষতা যাচাই করে এখানে চাকরি- প্রার্থীদের কাজে নিযুক্ত করা হবে। 

বেতন:

 আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900/- টাকা থেকে 63,200/- করে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীর আরো বেশ কিছু যোগ্যতার প্রয়োজন সেগুলো আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড ভাল করে পড়লেই জেনে নিতে পারবেন। 

আবেদন পদ্ধতি:

 1.এখানে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে করতে পারবেন না এখানে চাকরি- প্রার্থীদের অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। 2. এখানে আবেদন করার পূর্বে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে। 3. এরপর আবেদন পত্র টি সম্পূর্ণরূপে ভালোভাবে এবং নির্ভুলভাবে ফিলাপ করতে হবে। 4. আবেদন পত্রে একটি পাসপোর্ট সাইজের ফটোকপি লাগাতে হবে। 5. অবশেষে আবেদন পত্রের সঙ্গে আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে সেটি একটা খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে।

 আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: 

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত কাগজপত্র জমা দেবেন: 1. মাধ্যমিকের এডমিট কার্ড 2. মাধ্যমিকের মার্কশীট 3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) 4. ড্রাইভিং লাইসেন্স 5. আধার কার্ড অথবা ভোটার কার্ড 6. অন্যান্য সার্টিফিকেট যদি থাকে 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

 The Manager, Mail Motor Service, Goods Shed Road, Coimbatore- 641001.

 আবেদনের শেষ তারিখ:

 এখানে 01/08/2022 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে যেতে পারবেন।

👉OFFICIAL NOTICE : DOWNLOAD NOW 

👉More Post office Jobs : Click Here

Top Post Ad

Below Post Ad