Ads Area

মাধ্যমিক পাশের পশ্চিমবঙ্গে ল্যাবরেটরী টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, Madhyamik Pass Jobs, WB Govt Recruitment 2021

 মাধ্যমিক পাশের পশ্চিমবঙ্গে ল্যাবরেটরী টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, Madhyamik Pass Jobs, WB Govt Recruitment 2021



মাধ্যমিক পাশের পশ্চিমবঙ্গে ল্যাবরেটরী টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ও আপনার যোগ্যতার ওপরে এখানে নিয়োগ করা হবে। চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে সে ব্যাপারে ভালো করে জেনে নিন।

পদের নাম: ল্যাবরেটরী টেকনিশিয়ান।

বয়স: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার বয়স 40 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি রিজাভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন:

 আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে প্রতিমাসে 22000/- টাকা বেতন দেওয়া হবে.


নিয়োগ পদ্ধতি: 

এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না আপনার merit এর উপর এবং মৌখিক পরীক্ষা ইন্টারভিউ উপর ভিত্তি করে এবং আপনাকে নিয়োগ করা হবে । নিয়োগের আগে আপনার কম্পিউটার টেস্ট নেওয়া হবে।


এখানে মোট 100 নাম্বারের উপর merit লিস্ট তৈরি হবে- যার মধ্যে 85 নাম্বার থাকবে আপনার উচ্চমাধ্যমিক বা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ওপরে এবং 15 নাম্বার থাকবে কম্পিউটার টেস্টের উপরে।

আবেদনের তারিখ:

 এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 29 শে নভেম্বর 2021 তারিখে এবং আবেদন প্রক্রিয়া চলবে 4-12-2021তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতি:

 আপনাকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল নোটিফিকেশন এর নিচে আবেদনপত্রটি আছে সেটি আপনারা প্রিন্ট আউট করে ফিলাপ করে জমা দেবেন । আপনার আবেদনপত্রটি নিচের এই ঠিকানায় জমা দিতে হবে-

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

 "Cheap Municipal Health Officer/Secretary, Kolkata city NUHM society" CMO bldg5 S.N Banerjee Road Kolkata-700013.


শিক্ষাগত যোগ্যতা:

 এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আপনাকে উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি/অংক আপনার সাবজেক্ট এর মধ্যে থাকতে হবে। এছাড়াও আপনাকে মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিতে অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।


আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আবেদন সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া আছে সেখান থেকে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন.

Official Notification:  Download Now



Top Post Ad

Below Post Ad

Ads Area