Ads Area

West Bengal Bank Jobs 2021,West Bengal Group D Recruitment 2021 , পশ্চিমবঙ্গের চাকরির খবর

 পশ্চিমবঙ্গের বিরাট বড় চাকরির সুখবর খবর চলে এলো। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন ।

 এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ চাকরি করার সুযোগ পাবেন। এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায়। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে ভালো করে পড়ে তবে আবেদন করবেন। West Bengal Bank Jobs 2021,West Bengal Group D Recruitment 2021 , পশ্চিমবঙ্গের চাকরির খবর



পদের নাম:

 পার্টটাইম সুইপার - PTS(Group-D)


বয়স

আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। তবে আপনি যদি SC/ST চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে তিন বছর বয়সের ছাড় পাবেন।


বেতন

আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে 14500/- টাকা থেকে 18145/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে সঙ্গে আরো অন্যান্য সরকারি ভাতা প্রদান করা হবে।


শিক্ষাগত যোগ্যতা: 

আপনাকে অষ্টম শ্রেণী পাস বা কোন ব্যক্তি পড়াশোনা না জানা থাকলেও সেখানে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ: আপনাকে আবেদনপত্রটি 4 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে পাঠাতে হবে।


আবেদন পদ্ধতি : 

এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে একটি নির্দিষ্ট ফরমাটে আবেদন করতে হবে। নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে আবেদন ফরম টি দেওয়া আছে, সেটি আপনারা ভালো করে প্রিন্ট আউট করে ফিলাপ করে এর সঙ্গে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে সেটি স্পিড পোস্ট এর মাধ্যমে জমা দেবেন নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্রে খামের উপরের লিখতে হবে-“RECRUITMENT OF PTS IN SUBORDINATE CADRE”.


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

The Chief Manager (HRD), Punjab National Bank Circle Office Paschim Medinipur, Sahid Kshudiram Bose Road, Burdge Town, P.O. Midnapur, Dist. Paschim Medinipur, PIN-721101, W.B.



আবেদন মূল্য: এখানে আবেদন করতে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না । সম্পূর্ণ ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন।


আবেদনপত্রের সঙ্গে যে সব ডকুমেন্টস জমা দিবেন: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিচের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এর সঙ্গে-

পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি।

শিক্ষাগত যোগ্যতার মার্কশিট যদি থাকে।

স্থায়ী বাসিন্দা শংসাপত্র।

কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

 আপনার ভোটের কার্ড / আধার কার্ড / রেশন কার্ড


নিয়োগ স্থান: নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে।


মোট শূন্যপদ: এখানে মোট 24 টি শূন্যপদ রয়েছে- যার মধ্যে 14 টি শুন্য পদ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার জন্য এবং 10 টি শুন্য পদ রয়েছে ঝাড়গ্রাম জেলার জন্য.


আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য নিচের অফিশিয়াল নোটিফিকেশন এ দেওয়া আছে। অফিশিয়াল নোটিফিকেশনটি থেকে আপনারা ভালো করে ব্যাপারটি জেনে তবেই আবেদন করবেন।


অফিসিয়াল নোটিস:  ডাউনলোড করুন

Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area