Ads Area

রূপশ্রী প্রকল্পে মুর্শিদাবাদ জেলায় প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে , বেতন ১৫ হাজার টাকা মাসিক বেতন, WB Govt Recruitment 2021, Murshidabad District Jobs

রূপশ্রী প্রকল্পে মুর্শিদাবাদ জেলায় প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে , বেতন ১৫ হাজার টাকা মাসিক বেতন, WB Govt Recruitment 2021, Murshidabad District Jobs

 রূপশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের একটি জেলায় নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিশ জারি করে এই চাকরির নিয়োগের সমস্ত বিষয় জানানো হয়েছে। মুর্শিদাবাদ জেলায় SDO অফিসের মাধ্যমে অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এনট্রি অপারেটর পদে নিয়োগটি করা হবে। নিচে সম্পূর্ণ এই চাকরির সমস্ত কিছু আলোচনা করা হলো।

https://murshidabad.gov.in/



নোটিশ মেমো নম্বরঃ 201/SW(KP)/21


নোটিশ প্রকাশের তারিখঃ 24.11.2021 


যে পদে নিয়োগ করা হবেঃ

(1) অ্যাকাউন্ট্যান্ট (Accountant) 


(2) ডাটা এনট্রি অপারেটর (Data Entry operator- DEO)


পদ সংক্রান্ত বিস্তারিত :

(1) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট (Accountant) 


বেতন- মাসিক বেতন ১৫ হাজার টাকা 


বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে। 

https://murshidabad.gov.in/

শিক্ষাগত যোগ্যতা- 

কমার্স বিষয়ে অনার্স সহ গ্র্যাজুয়েট হতে হবে। 

কম্পিউটারে MS Office এর কাজ জানতে হবে। 

Spread Sheet, Tally এবং Presentation এর কাজের জ্ঞান থাকতে হবে। 

তিন বছরের সরকারি অথবা NGO তে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 6 (UR-2, UR EC-1, SC-1, ST-1, OBCA-1)


(2) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর (Data Entry operator- DEO)


বেতন- মাসিক বেতন ১১ হাজার টাকা 


বয়সসীমা- 01.01.2021 তারিখ অনুযায়ী 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে। দুটি পদের ক্ষেত্রেই ST, SC শ্রেনিরা পাঁচ বছরের এবং OBC-রা তিন বছরের ছাড় পাবেন। 


শিক্ষাগত যোগ্যতা-

যেকোনো বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। 

কম্পিউটারে MS Office এর কাজ জানতে হবে। 

কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে পারতে হবে। 

শুন্যপদ- 31 (UR-9, UREx-Serviceman-1, UR EC-5, UR PWD-1, SC-4, SC Ex-Serviceman-1, SC E.C-2, ST-2, OBCA-2, OBC EC-1 OBCB-2, OBCB EC-1.


নিয়োগ প্রক্রিয়াঃ

  লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 


চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল .

আবেদন প্রক্রিয়াঃ

Step-1 অফিসিয়াল নোটিশটি প্রথমে মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে। 


Step-2 অফিসিয়াল নোটিশের 4 নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে, সেটি A4 পেজে প্রিন্ট করতে হবে।   


Step-3 প্রিন্ট করা ঐ ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করে নিতে হবে। 


Step-4 ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স লাগিয়ে দিতে হবে।


Step-5 আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে। 


Step-6 ঐ খামটি মুর্শিদাবাদ জেলার SDO অফিসের ড্রপ বক্সে অথবা পোষ্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।


আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট লাগবেঃ

(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 


(2) ভোটার কার্ড অথবা আঁধার কার্ড 


(3) বাসিন্দা সার্টিফিকেট


(4) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 


(5) কম্পিউটার যোগ্যতার সার্টিফিকেট 


(6) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)


আবেদন ফিঃ 

আবেদন করতে কোনো টাকা লাগবে না। 


আবেদনের সময়সীমাঃ 06.12.2021 তারিখের মধ্যে আবেদন করতে হবে। 


N.B. কেবলমাত্র মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।  

অফিসিয়াল নোটিস : ডাউনলোড করুন

অফিসিয়াল ওয়েবসাইট : এখানে ক্লিক করুন


Top Post Ad

Below Post Ad

Ads Area