Ads Area

Bandhan bank Recruitment 2021 December | উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে, Bandhan Bank Jobs, West Bengal Bank Jobs,

 আবারও বন্ধন ব্যাংকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে । উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করেছেন তারা আবেদন করতে পারবে।Bandhan Bank Recruitment

 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত  করা হয়েছে বন্ধন জেনারেল ব্যাংক থেকে । বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হবে। এই চাকরির  সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 


আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

পদের নাম: 

ব্যাংকিং অপারেশন বা কাস্টমার সার্ভিস।

বেতন:  

 এই পদের জন্য 12,500 টাকা থেকে 17,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স:  

এই পদের জন্য 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।

এই পদের চাকরির ধরন : 

ব্যাংকের যাবতীয় কাজ আপনাকে করতে হবে যেমন - ব্যাংকের খাতা খোলা, টাকা জমা করা, টাকা দেওয়া, চেক পাস করানো, ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি এই ধরণের কাজ আপনাকে করতে হবে।

https://bandhanbank.com/join-our-team

পদের নাম: এগ্রিকালচার বিজনেস.


বেতন: 

 এই পদের  জন্য আপনাকে 25,000/- টাকা বেতন দেওয়া হবে।


বয়স:

এই পদের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।


কাজের ধরণ :

 আপনাকে এখানে কৃষি লোন সম্বন্ধীয় যাবতীয় ব্যাংকের  কাজ করতে হবে।


পদের নাম: অ্যাডমিনিস্ট্রেশন

বেতন

 এই পদের জন্য  আপনাকে 30,000/- টাকা বেতন দেওয়া হবে।

বয়স:  

এই পদের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।


কাজের ধরণ : 

প্রধান মেইন ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ মধ্যে ব্যাংকিং যোগাযোগ রক্ষা করা।


আবেদন পদ্ধতি: 

আপনাকে  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

প্রথমেই আপনাকে বন্ধন ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে  যেতে হবে,  তারপর career অপশন ক্লিক করে   join our team ক্লিক করতে হবে। 

এর পরে আপনার যেই পোস্ট টি আবেদন করতে চান সেটি সিলেক্ট করতে হবে । তার পরে নেক্সট বাটন ক্লিক করে পরের পেজে গিয়ে নিজের তথ্য দিতে হবে , তারপরে ফোন নম্বর এবং ইমেল দিয়ে সাবমিট করতে হবে ।

নিচে আবেদন করার লিংক এ ক্লিক করে সরাসরি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যেতে পারবেন।

https://bandhanbank.com/join-our-team



Top Post Ad

Below Post Ad

Ads Area