Ads Area

ব্লকে ব্লকে প্রচুর আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, Asha kormi Recruitment 2021 December, West Bengal Health Recruitment, West Bengal ASHA Recruitment 2021

 আবারো নতুন করে পশ্চিমবঙ্গের রাজ্যে বিভিন্ন মহাকুমা আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ  হয়েছে। আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আশা কর্মী পদে চাকরির করতে চান, তাহলে অবশ্যই আপনি এই নোটিশ টি  বিস্তারিত ভাবে জানতে পারবেন ।

 রাজ্যের বিভিন্ন মহাকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে ব্লকে এই আশা কর্মী নিয়োগ করা হচ্ছে ।  আপনি যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন তাহলে  আবেদন করতে পারেন। আপনি যদি এখানে চাকরি করতে ইচ্ছুক  হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য  নিচে আলোচনা করা হল। 



পদের নাম: আশা কর্মী 

প্রার্থীর বয়স: 

আপনি যদি জেনারেল প্রার্থী  হয়ে থাকেন তাহলে আপনার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 

 এবং তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন তাহলে আপনার বয়স  হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা: 

এই চাকরির জন্য আপনাকে  মাধ্যমিক পাশ হতে হবে , তাহলে আপনি এই চাকরির আবেদন করতে পারবেন। 

* পশ্চিবঙ্গে এলাহাবাদ  ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে...


 আবেদন পত্রের সঙ্গে  যেসব ডকুমেন্টস  জমা দিতে হবে :

 আপনি যদি এই চাকরি আবেদন করতে চান , তাহলে  নিম্নলিখিত কাগজপত্রগুলো জেরক্স করে সেল্ফ স্টার্ট করে জমা দিতে হবে।

১) জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।

২) এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড।

৩) আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি হন তাহলে তার সার্টিফিকেট।

৪) মাধ্যমিক বা সমমান পরীক্ষার মার্কশীট।

৫) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

আবেদনপত্র জমা দেওয়া স্থান : 

আপনাকে  সরাসরি আপনার নির্দিষ্ট বিডিও অফিসে এসে আবেদনপত্র জমা দিতে পারেন। এছাড়াও আপনি পোস্ট অফিস বা স্পিড পোস্ট এর মাধ্যমে আবেদন পত্রটি পাঠাতে পারবেন অথবা  আপনি বিডিও অফিসে গিয়ে বিডিও অফিসের কোন আধিকারিক এর কাছে আপনার কাগজপত্র জমা দিয়ে আসতে পারেন।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ  তারিখ: 

আবেদনপত্রটি 24 ডিসেম্বর 2021 বেলা ৫ টার  মধ্যে জমা করতে হবে

নিয়োগ স্থান:

 পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে  এই আশা কর্মী নিয়োগ করা হচ্ছে ।

এই চাকরি কারা আবেদন করতে পারবেন :  

এই চাকরি আবেদন করতে হলে আপনাকে প্রথমত মহিলা প্রার্থী হতে হবে। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকেন , তাহলে আপনি এই পদের  জন্য আবেদন করতে পারবেন।

* আপনি যদি এই চাকরির আবেদন করতে চান তাহলে আগে অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে ভালো ভাবে পড়ে তার পর আবেদন করবেন। 

অফিশিয়াল নোটিফিকেশন: এখানে ক্লিক করুন 

অফিসিয়াল ওয়েবসাইট : এখানে ক্লিক করুন 

** রূপশ্রী প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে >>


Top Post Ad

Below Post Ad

Ads Area