DRDO Recruitment 2021: অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করার শংসাপত্র লাগবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই থেকে পাশ করা থাকতে হবে হবে।
ফের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে চাকরি করার সুযোগ ।
টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি (টিআরবিএল) অ্যাপ্রেন্টিস পদের জন্য নোটিফিকেশন বের করেছে
সরকারি ওয়েবসাইটে সে ব্য়াপারে তথ্য রয়েছে
DRDO Recruitment 2021: ফের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও বা DRDO)-তে চাকরি করার সুযোগ এসেছে। তাদের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি (টিআরবিএল বা TRBL) অ্যাপ্রেন্টিস পদের জন্য নোটিফিকেশন বের করেছে। সরকারি ওয়েবসাইট নোটিস প্রকাশ করা হয়েছে।
সরকারি ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট হল drdo.gov.in। এই পদে মোট শূন্যপদের সংখ্যা ৬১। আগ্রহীদের ২০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে করতে হবে।
কোন পদে কত নিয়োগ :
নোটিফিকেশন থেকে জানা গিয়েছে, সেখানে ড্রাফ্টসম্যান (সিভিল) পদের জন্য ০১, মেকানিক মেক্ট্রোনিক্সে ০১, ইন্সট্রুমেন্ট মেকানিকে ০২, মেকানিক-কাম-অপারেটর ইলেট্রনিক্স কমিউনিকেশন সিস্টমে৩, মেকানিক (এম্বেডেড সিস্টেম এবং পিএলসি)-র জন্য ১টি পদ রয়েছে।
এর পাশাপাশি আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল) পদে ১, হাউজকিপারের জন্য ১ জনকে নেওয়া হবে। আরও কয়েকটি শূন্যপদ রয়েছে। সেগুলি হল স্টেনোগ্রাফার (হিন্দি)-র জন্য একজন, ডিজিটাল ফটোগ্রাফার পদে একজন, ফিটার ৭ জন, কার্পেন্টার পদে ৩, ওয়েল্ডার পদে ৬ জন-সহ আরও কয়েকজনকে নিয়োগ করা হবে।
শিক্ষার যোগ্যতা :
অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করার শংসাপত্র লাগবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই থেকে পাশ করা হতে হবে। এই পদে কাজ পেলে প্রার্থীরা প্রতি মাসে ৫ হাজার ৫০ টাকা এবং ৭ হাজার ৭০০ টাকা পাবেন। বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন ব্যবস্থা রয়েছে।
নিয়োগ পদ্ধতি:
পরীক্ষা ছাড়াই এই পদে নিয়োগের জন্য কোনও পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীদের মেধা তালিকা ভিত্তিতে তাঁদের বাছাই করা হবে। আবেদেনকারীর বয়স ১৪ বছর থেকে ২২ বছর হতে হবে।
এই চাকরি আবেদন করার জন্য আপনাকে সরাসরি সরকারি ওয়েবসাইট
apprenticeshipindia.org- গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে ।
আবেদন করার পর প্রার্থীরা admintbrI@tbrl.drdo.in এখানে নিজেদের ডকুমেন্টের স্ক্যান করা কপি এই মেইল পাঠাতে হবে।
অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন