Ads Area

SBI Bank Recruitment, IBPS Recruitment, Bank Jobs in West Bengal,পশ্চিমবঙ্গ ভারতীয় স্টেট ব্যাংক প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে

 আবারও যারা ব্যাংকে চাকরির সুযোগ চান তাদের জন্য প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank Of India) ।SBI Bank Recruitment, IBPS Recruitment, Bank Jobs in West Bengal,পশ্চিমবঙ্গ ভারতীয় স্টেট ব্যাংক প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে। State Bank of India Recruitment.

ভারতের সবচেয়ে বড়ো ব্যাঙ্কে চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে এই ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও SBI -র কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিক্ষাগত যোগ্যতা শুধু স্নাতক পাশে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদ  সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই পোষ্টটি সম্পূর্ণ পড়বেন।


www.ibpsonline.ibps.in

মোট শূন্যপদ :

 1226 টি ( সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে তবে নিয়োগ হবে সার্কেল অনুযায়ী)


শূন্যপদের নাম

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( SBI) অফিসার পদে।

যোগ্যতা

ভারডীয় স্টেট ব্যাঙ্ক অফিসার পদে আবেদন করতে হলে নূন্যতম যোগ্যতা হতে হবে স্নাতক পাশ  বা তার সমতুল্য পাশ।

আবেদনকারীর বয়স

আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে এবং SC/ST দের জন্য 5 বছরের মধ্যে এবং OBC দের জন্য 3 বছরের এছাড়াও PWD দের জন্য 15 বছরের বয়সের ছাড় দেওয়া হবে ।


আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

নিচে আবেদন করার লিঙ্ক দেওয়া আছে সেখান গিয়ে ক্লিক করে আবেদন করতে পারবেন। 

ibpsonline.ibps.in

নিয়োগ প্রক্রিয়া

কম্পিউটার মাধ্যেমে টেস্ট এর  প্রথম ধাপে পাশ করলে পরের ধাপে আরও একটি পরীক্ষা দিতে হবে এবং শেষে ইন্টারভিউ দিয়ে মেরিট অনুযায়ী নিয়োগ করা হবে।

আবেদনের তারিখ :

 আবেদন শুরু হয়েছে 09-12-2021 এবং আবেদন চলবে 29-12-2029 পর্যন্ত। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে  রেজিষ্ট্রেশন করতে হবে ।এবং  পরে সম্পূর্ণ ফর্ম পূরণ করতে হবে।


পরীক্ষা ও এডমিট কার্ড প্রকাশের তারিখ : 

জানুয়ারি মাসে কম্পিউটার বেস্ টেস্ট পরীক্ষা নেওয়া হবে তবে পরীক্ষার সঠিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি।পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করা হবে 12 জানুয়ারি SBI-র অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।

https://ibpsonline.ibps.in/

আবেদন করতে  কী কী ডকুমেন্টস লাগবে :

1.মাধ্যমিক এডমিট কার্ড

2.পাসপোর্ট সাইজের ছবি

3.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

পশ্চিমবঙ্গে অনলাইনে পরীক্ষার স্থান :

 কলকাতা, কল্যানী ও হুগলিতে।


এই চাকরির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ডাউনলোড  করে ভালো ভাবে পড়ে তারপর আবেদন করবেন।

অনলাইনে আবেদনের লিংক : এখানে ক্লিক করুন

অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন



Top Post Ad

Below Post Ad

Ads Area