Ads Area

National Institute Of Homeopathy Recruitment , WB Govt Group C Recruitment Apply Online, চাকরি খবর

 সংক্ষিপ্ত বিবরণ :

পশ্চিমবঙ্গে আয়ুষ মন্ত্রক বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে। 

National Institute Of Homeopathy Recruitment , WB Govt Group C Recruitment Apply Online, চাকরি খবর

এটি ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের (Ministry of Ayush) মাধ্যমে পরিচালিত করা হয়। এখানে গ্রুপ সি পদের সঙ্গে সঙ্গে গ্রুপ বি পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে।  বিজ্ঞপ্তির নাম্বার-10/2021. এই চাকরির সমস্ত কিছু বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-

পদের নাম : যে পদ গুলিতে নিয়োগ করা হবে -


জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (Junior Accountant)

রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর (Receptionist Cum Telephone Operator)

রেডিওগ্রাফার (Radiographer)

নার্স গ্রেড-I (Nurse Grade-I, Nursing Sister)

নার্স গ্রেড-II (Nurse Grade-II, Staff Nurse.

প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স এবং বেতন সম্পর্কে নিচে আলোচনা করা হলো-


Group-C: 

রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর

শিক্ষাগত যোগ্যতা:

 আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস করতে হবে।

বয়স

আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

বেতন

এখানে পেয়ে level-4 অনুযায়ী আপনাকে প্রতি মাসে 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Group-C:

 জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা: 

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে কমার্স এর উপরে গ্রাজুয়েশন পাস করতে হবে।

বয়স

আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

বেতন

এখানে পেয়ে level-4 অনুযায়ী আপনাকে প্রতি মাসে 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

Group-B: নার্স গ্রেড-I

শিক্ষাগত যোগ্যতা:

 আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.SC নার্সিং পাস হতে হবে।

বয়স

আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।

বেতন

এখানে পেয়ে level-6 অনুযায়ী আপনাকে প্রতি মাসে 35,400/- টাকা থেকে 1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Group-C: নার্স গ্রেড-ll

শিক্ষাগত যোগ্যতা:

 আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.SC নার্সিং অথবা GNM পাস হতে হবে।

বয়স

আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।

বেতন

এখানে পেয়ে level-5 অনুযায়ী আপনাকে প্রতি মাসে 29,200/- টাকা থেকে 92,300/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


Group-B: রেডিওগ্রাফার

শিক্ষাগত যোগ্যতা

আপনাকে বিজ্ঞান বিভাগে ডিগ্রী কোর্সের ডিপ্লোমা থাকতে হবে অথবা রেডিওগ্রাফার উপর ডিপ্লোমা থাকতে হবে।

বয়স

আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

বেতন

এখানে পেয়ে level-6 অনুযায়ী আপনাকে প্রতি মাসে 35,400/- টাকা থেকে 1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: 

এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন। অথবা আপনারা আয়ুষ মন্ত্রক এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন । সেটি ভালো করে ফিলাপ করে আবেদনপত্রটি একটা খামে ভরে কলকাতা আয়ুষ মন্ত্রকের বিভাগে পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট করে জমা দিতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে 24 শে ডিসেম্বর 2021 তারিখের মধ্যেই আবেদনপত্রটি জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

 আপনার আবেদনপত্রটি নিচের দেওয়া এই ঠিকানাই পাঠাতে হবে-

To The Director, National Institute of Homoeopathy, Block-GE, Sector-3, Salt lake, Kolkata– 700106.


এছাড়াও চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়ে নেবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 

অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন



Top Post Ad

Below Post Ad

Ads Area