Ads Area

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন পদে চাকরির সুযোগ : WB Health Recruitment Jobs | WB govt recruitment apply online

 সংক্ষিপ্ত বিবরণ : 

আবারও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন পদে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে গ্রুপ সি সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ।আপনি যদি এই চাকরি আবেদন করতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ ভাবে আগে পারবেন এবং, অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে ভালো করে পারবেন ,তার পর আবেদন করবেন । 


https://www.wbhealth.gov.in/

পদের নাম: 

যে পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

১. ল্যাবরেটরী টেকনিশিয়ান

২. ডাটা ম্যানেজার

৩. কেয়ার কোর্ডিনেটর

৪. কনসালটেন্ট

৫. স্টাফ নার্স

৬. মেডিকেল অফিসার


শিক্ষাগত যোগ্যতা: 

এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনি যদি ল্যাবরেটরী টেকনিশিয়ান, ডাটা ম্যানেজার ,কেয়ার কোর্ডিনেটর বা কনসালটেন্ট পদে চাকরি করতে চান তাহলে আপনাকে  অবশ্যয় গ্রাজুয়েশন পাশ বা মাস্টার ডিগ্রী পাশ হতে হবে । 

এবং আপনি যদি স্টাফ নার্স পদে আবেদন করতে চান তাহলে আপনাকে নার্সিং এর ট্রেনিং থাকতে হবে। আপনি যদি মেডিকেল অফিসার হতে চান তাহলে আপনাকে এমবিবিএস পাশ করতে হবে।

https://www.wbhealth.gov.in/

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:

 এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 16 ই ডিসেম্বর 2021 তারিখ থেকে এবং আবেদন  শেষ হবে  23 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত।


নিয়োগ পদ্ধতি:

 এই চাকরি তে আপনাকে সরাসরি ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এছাড়া বিস্তারিত তথ্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন।


বেতন

এই চাকরির জন্য বেতন দেওয়া হবে -  ১.মেডিকেল অফিসারের জন্য বেতন রয়েছে প্রতি মাসে ৩৬,০০০ টাকা । ২. কেয়ার কোর্ডিনেটর জন্য বেতন রয়েছে প্রতি মাসে ১৬,০০০ টাকা এবং অন্যান্য সব পদগুলির জন্য বেতন রয়েছে প্রতি মাসে ১৩,০০০ টাকা করে দেওয়া হবে ।

আবেদন পদ্ধতি: 

এই চাকরির জন্য আপনাকে অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল নোটিফিকেশন এরমধ্যে আবেদনপত্রটি দেওয়া আছে সেটি নোটিস টি  ডাউনলোড করে ওই ফর্মটা পূরণ করে ওর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস জেরক্স করে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে আবেদনপত্রটি পাঠাতে হবে ,নিচে এই ঠিকানা ।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

 principal Bankura sammilani Medical College and hospital, Bankura, Kenduadihi, Pin- 722102


নিয়োগ স্থান:

এই চাকরির জন্য আপনাকে নিয়োগ করা হবে-Bankura sammilani (BS) Medical College and hospital.


অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক 



Top Post Ad

Below Post Ad

Ads Area