Ads Area

NBCC INDIA LIMITED RECRUITMENT 2021,NBCC JOBS, ENGINEER JOBS, ভারতীয় গৃহ ও শহরাঞ্চল উন্নয়ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে NBCC

 ফের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর নিয়ে আসা হলো। ভারতীয় গৃহ ও শহরাঞ্চল উন্নয়ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু শূন্যপদে ইন্জিনিয়ার, স্টেনোগ্রাফার ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। বিভিন্ন যোগ্যতায় পদও বিভিন্ন রয়েছে। যে সমস্ত প্রার্থী এই শূন্যপদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্য শেষ অবধি পুরো খবর টি পড়বেন।



শূন্যপদ ও সে  সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে  আলোচনা করা হল :

1.Project Manager(Electrical)

শূন্যপদ : 10

যোগ্যতা কি লাগবে : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি পাশ থাকতে হবে বা তার সমতুল্য যোগ্যতা থাকলে  আবেদন করতে পারবেন।

এছাড়াও উক্ত পদের জন্য  সমান কাজের কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকলে এই চাকরির জন্য  অগ্রাধিকার পাবে।

বয়স সীমা  : এই চাকরির জন্য  আবেদনকারীর বয়স সর্বোচ্চ হতে হবে ৩৩ বছরের মধ্যে হতে হবে ।


2. Management Trainee (Civil)

শূন্যপদ : 40

যোগ্যতা কী : 

সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি পাশ হাঁকতে হবে  বা তার সমতুল্য যোগ্যতা থাকলে  আবেদন করতে পারবেন ।

বয়স সীমা  : 

 এই চাকরির জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ হতে হবে 29 বছরের মধ্যে।


3.Management Trainee( Electric)

শূন্যপদ : 15

যোগ্যতা : 

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি পাশ  থাকতে হবে বা তার সমতুল্য যোগ্যতা থাকলে  আবেদন করতে পারবেন ।

বয়স :

এই চাকরির জন্য  আবেদনকারীর বয়স সর্বোচ্চ হতে হবে 29 বছরের মধ্যে।


4.Project Manager (Civil)

শূন্যপদ : 10

যোগ্যতা : 

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি পাশ থাকতে হবে  বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।

এছাড়াও উক্ত পদের সঙ্গে সমান কাজের কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে এই চাকরির জন্য   অগ্রাধিকার পাবে।

বয়স :

এই চাকরির জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ হতে হবে ৪৭ বছরের  এবং রিজার্ভ জাতিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে ।

5.Stenographer

শূন্যপদ : 1

যোগ্যতা

যে কোনো শাখায় স্নাতক পাশ থাকতে হবে  বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করলে আবেদন করতে পারবে।

এই চাকরির জন্য কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং টাইপিং স্পিড কমপক্ষে ২৫ টি ওয়ার্ড পার মিনিট ভালো হতে হবে।

এবং  এই চাকরির জন্য  ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

বয়স : এই চাকরির জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ হতে হবে ২৮ বছর মধ্যে হতে হবে ।


6.Office Assistant

শূন্যপদ : 3

যোগ্যতা : 

যে কোনো শাখায় স্নাতক পাশ থাকতে হবে বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করলে আবেদন করতে পারবে।

এই চাকরির জন্য কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং টাইপিং স্পিড কমপক্ষে ২৫ টি ওয়ার্ড পার মিনিট ভালো হতে হবে।

বয়স : এই চাকরির জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ হতে হবে ২৬ বছর।


আবেদন পদ্ধতি :

 এই চাকরির জন্য আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । আবেদন শুরু হয়ে গিয়েছে  08-12-2021  থেকে এবং আবেদন এর শেষ তারিখ  08-12-2021 

আবেদন করতে পারবেন সরাসরি নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে 

www.nbccindia.com

আবেদন ফী : 

নিচে  অফিসিয়াল সাইট থেকে নোটিশ টিতে ক্লিক করে নোটিশ টি ডাউনলোড করে আপনি দেখে নিতে পারবেন। 

নিয়োগ প্রক্রিয়া : 

কোনো পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ ও স্কিল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে জানানো হয়েছে ।


আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস লাগবে : 

1. বয়সের প্রমাণপত্র / এডমিট কার্ড

2.যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3.কাস্ট সার্টিফিকেট

4.অভিজ্ঞতা সার্টিফিকেট

5. পাসপোর্ট সাইজের ছবি 

6.আধার / ভোটার কার্ড

যদি আপনি এই চাকরির আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে  নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ডাউনলোড করে ভালো ভাবে পরে নিতে পারবেন। 

অফিসিয়াল সাইট  এখানে ক্লিক করুন : 

https://www.nbccindia.com/

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন 


Top Post Ad

Below Post Ad

Ads Area