Indian Navy Recruitment 2021: বছরের শেষে চাকরির পর্থীদের জন্য বিরাট সুযোগ । শুধু মাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির পেয়ে যাবেন ইন্ডিয়ান নভিতে । যোগ্য প্রার্থীরা এই পদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর। যারা ভাবছেন এই পদের জন্য আবেদন করবেন , তারা অবশ্য সম্পূর্ণ পোস্ট টি ভালো করে পারবেন।
সেলর পদে নিয়োগের নোটিফিকেশন জারি করা হয়েছে
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে যোগ দেওয়ার জন্য সরাসরি আবেদন করতে পারেন ।
Indian Navy Recruitment 2021: ভারতীয় নৌসেনা (Indian Navy)-য় চাকরি করার দারুণ সুযোগ তৈরি হয়েছে। সেখানে নিয়োগ (Indian Navy Recruitment 2021) করা হবে। সেলর পদে নিয়োগের নোটিফিকেশন জারি করা হয়েছে।
যদি আপনি এই চাকরি আবেদন করতে চান তাহলে সরকারি ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেটি হল
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই পদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। এগুলি সবই স্পোর্টস কোটায় নিয়োগ।
শিক্ষার যোগ্যতা :
পেটি অফিসার (Petty Officer) পদে আবেদনকারীদের দশম-দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে বা সমতুল যোগ্যতা থাকতে হবে। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে পাশ করলেই হবে।
সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (এসএসআর বা SSR) পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করার সার্টিফিকেট থাকতে হবে।
ম্যাট্রিক রিক্রুটস (এমআর বা MR) পদের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করতে হবে। এর পাশাপাশি তাঁদের সংশ্লিষ্ট খেলায় যা যোগ্যতা চাওয়া হয়েছে, তা থাকতে হবে। এ ব্য়াপারে জানার জন্য সরকারি নোটিফিকেশন দেখুন।
বয়স :
পেটি অফিসার পদে আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৭ বছর এবং সর্বোচ্চ বয়স ২২ হতে হবে। এসএসআর এবং এমআর পদের জন্য আবেদকের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
বেতন দেওয়া হবে :
এই পদের জন্য (Indian Navy Recruitment 2021)-এ বাছাই করা প্রার্থীদের বেতন হবে ২১,৭০০ থেকে ৪৩,১০০ টাকা।
আবেদন পদ্ধতি:
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরাসরি অফিসিয়াল সাইটে
ওয়েবসাইটে যেতে হবে। এটি সরকারি ওয়েবসাইট। সেখান গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
তবে আবেদন করার আগে অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন, এবং ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন।
সময়সীমা নৌসেনার এই পদ (Indian Navy Recruitment 2021)-এ আবেদনের শেষ দিন ২৫ ডিসেম্বর। তবে দেশের উত্তর-পূর্ব অংশ, জম্মু-কাশ্মীর, নিকোবর এবং লক্ষদ্বীপের প্রার্থীরা আরও বেশি সময় পাবেন। তাঁদের জন্য আবেদনের শেষ দিন ২০২২ সালের ১ জানুয়ারি।