Ads Area

SBCC Block Volunteer Recruitment in Purulia District, জেলায় SBCC ব্লক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, SBCC Volunteer Jobs

 রাজ্যের একটি জেলায় SBCC ব্লক ভলেন্টিয়ার পদে কর্মী  নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের সমস্ত বিষয়ে  জানানো হয়েছে। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়  এই  নিয়োগটি করা হবে। পুরুলিয়া জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিসের মাধ্যমে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানানো হয়েছে । আরো জানিয়ে রাখি, SBCC প্রোজেক্টটিকে আন্তর্জাতিক সংস্থা UNICEF ফান্ড করে থাকে। 


আজকের এই SBCC ব্লক ভলেন্টিয়ার নিয়োগ সম্পর্কিত সমস্ত বিষয় নিচে আলোচনা কইরা হল । 

SBCC Block Volunteer Recruitment in Purulia District

পদের নামঃ  SBCC block Volunteer

বেতনঃ   প্রতিদিন বাবদ  600 টাকা করে দেওয়া হবে । 

কাজের সময়ঃ   প্রতি মাসে মোট  16 দিন করে কাজ হবে.

বয়সঃ  আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। 

যোগ্যতাঃ 

যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন । 

 এবং কম্পিউটার সাধারণ জ্ঞান থাকতে  হবে।

গ্রামীণ এলাকায় কাজ করার ইচ্ছা থাকতে হবে।

আবেদনকারী কে অবশ্যই Santuri/Neturia Block/ Raghunathpur Subdivision  এর স্থায়ী বাসিন্দা হতে হবে। 

http://www.purulia.gov.in/

নিয়োগ প্রক্রিয়াঃ 

সিলেকশন কমিটির ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে জানানো হয়েছে । এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না। 


ইন্টারভিউয়ের তারিখঃ

 14.12.2021 তারিখ, সকাল 11.00 টার সময় ইন্টারভিউ নেওয়া শুরু হবে.জানানো হয়েছে 

ইন্টারভিউয়ের স্থানঃ  

 SBCC Cell Located behind District Record Room, office of the District Magistrate, Purulia. 


নিয়োগের ধরণঃ কন্ট্রাকচুয়াল  হিসাবে নোয়োগ করা হবে। 


আবেদন প্রক্রিয়াঃ 

আবেদনকারী কে তার যোগ্যতা অনুযায়ী  এবং সমস্ত তথ্য দিয়ে একটি বায়োডাটা বা Resume বানাতে হবে। ঐ বায়োডাটার সাথে দরকারি কিছু  ডকুমেন্ট এর জেরক্স জুড়ে দিয়ে ইন্টারভিয়ের দিন সঙ্গে  নিয়ে যেতে হবে। এক্ষেত্রে ইন্টারভিউয়ের দিনের আগে আবেদনকারীকে কোনো আবেদন করতে হবে না।

যদি আপনি এই চাকরির আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট বিস্ট করে পিডিএফ ডাউনলোড করে পরে নিতে পারবেন। 

অফিসিয়াল ওয়েবসাইট যাওয়ার জন্য : এখানে ক্লিক করুন 




Top Post Ad

Below Post Ad

Ads Area