Ads Area

পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে, West Bengal Postal Circle Recruitment, Postal Circle Recruitment 2021,Post Jobs

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি  বিরাট সুখবর। শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের  বিভিন্ন পোস্ট অফিসে প্রচুর স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পোস্ট অফিস সার্কেল। 

পশ্চিমবঙ্গের  বিভিন্ন পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে, West Bengal Postal Circle Recruitment, Postal Circle Recruitment 2021,Post Jobs

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের পশ্চিমবঙ্গ সার্কেলের মধ্যে বেশ কিছু শূন্যপদে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে।


বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও জানিয়েছে, মোট তিনটি শ্রেণির পদে সর্বমোট 124 টি শূন্যপদ রয়েছে। নিয়োগ করা হবে বিভিন্ন পদে , যেমন - পোস্টাল অ্যাসিস্টেন্ট, পোস্টম্যান সহ সোর্টিং অ্যাসিস্টেন্ট পদে। 

যে সমস্ত চাকরি প্রার্থী উল্লেখিত পদে আবেদন করতে আগ্রহী এবং তাদের উল্লেখিত পদে আবেদন করার যোগ্যতা আছে তারা অবশ্য আবেদন করবেন। নিচে এই চাকরির পদ বিস্তারিত  ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

শূন্যপদ :

1. Postal Assistant
2.Postman
3. Sorting Assistant


নীচে যোগ্যতা, বয়স ও শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :-

1. পোস্টাল অ্যাসিস্টেন্ট (Postal Assistant)

মোট শূন্যপদ:- 51 টি

শিক্ষাগত যোগ্যতা :

সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে  এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে কমপক্ষে 2 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বলে জানিয়েছেন।


আবেদনকারীর বয়স :- আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।


2.পোস্টম্যান (Postman)

মোট শূন্যপদ:- 48 টি

শিক্ষাগত যোগ্যতা :

সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। সঙ্গের কমপক্ষে 2 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। স্থানীয় ভাষায় বলা, পড়তে জানতে হবে।


আবেদনকারীর বয়স :- আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।

3.Sorting Assistant

মোট শূন্যপদ : 25 টি

শিক্ষাগত যোগ্যতা :

 সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। সঙ্গে কমপক্ষে 2 মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকা আবশ্যক।

আবেদনকারীর বয়স :-

 আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।

★তিন পদের ক্ষেত্রে উপরে উল্লেখিত যোগ্যতার পাশাপাশি প্রার্থীকে স্পোর্টস পার্সন হতে হবে। 

 

নিয়োগের স্থান :

 পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের বিভিন্ন পোস্ট অফিসে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 

২৪-১২-২০২১ এর মধ্যে জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। নীচে ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ।


আবেদন ফী : 

এই পদ গুলিতে আবেদন করতে হলে সাধারণ ও ওবিসিদের আবেদন ফী 100 টাকা চালান কেটে জমা করতে হবে এবং অন্যান্যদের কোনো আবেদন ফী জমা করতে হবে না। নিচে আবেদন ফর্মের সঙ্গে চালান ও দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিবেন।

এই চাকরি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট নোটিস টি ডাউনলোড করে পড়ুন।

ডাউনলোড করুন

আবেদন পদ্ধতি : সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাদের দেওয়া অফিসের ঠিকানায় যা নীচে দেওয়া হল -👇👇


আবেদন জমা করার ঠিকানা :

“The Assistant Director (Recruitment), Office of the Chief Postmaster General, West Bengal Circle, P-36, CR Avenue, Yogayog, Bhawan, Kolkata - 700012



Top Post Ad

Below Post Ad

Ads Area