Ads Area

পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক ছাত্র ছাত্রীদের বিরাট বড় খবর | Students Credit Card Apply | How To Apply Student Credit Card

সংক্ষিপ্ত বিবরণ :  পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক ছাত্র ছাত্রীদের বিরাট বড় খবর । পড়ুয়াদের কে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে ।  উচ্চ শিক্ষা দফতর স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এনেছে। পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য আনা এই স্কিম খুবই জনপ্রিয় ও কার্যকরী প্রতিপন্ন হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। 


জানা গিয়েছে, আগামি ৩ জানুয়ারি স্টুডেন্টস ডে পালনের সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ।

সেই দিন রাজ্যের প্রায় ২০ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার কথাও রয়েছে। এই কার্ডের সাহায্যে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে ।।


ইতিমধ্যেই ৩০ হাজার পড়ুয়ার Student Credit Card-এর আবেদন মঞ্জুর করেছে রাজ্য। বেশ কয়েক হাজার আবেদন বাতিল হয়েছে। এবং তথ্যগত ত্রুটিমুক্তির জন্য অপেক্ষায় রয়েছে আরও হাজারখানেক আবেদন।


কি ভাবে  আবেদন করবেন 

আপনি যদি এই প্রকল্প নিতে চান , তাহলে আপনাকে সরাসরি সরকারি ওয়েবসাইট ভিজিট করতে হবে ।

ইচ্ছুক ছাত্রছাত্রীরা শিক্ষা দপ্তরের পোর্টাল https://wbscc.wb.gov.in অথবা 

www.wb.gov.in -য়ে গিয়ে আবেদন করতে হবে । এবং কোন সমারয়েছে টোল ফ্রি নাম্বার-- 18001028014; এখানে ফোন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যেতে পারে।


আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে


১) রঙিন ফোটোগ্রাফ,

 ২) আধার কার্ড, 

৩) আধার না থাকলে দশম শ্রেণির বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 

৪) অ্যাড্রেস প্রুফ,

 ৫) প্যান কার্ড, 

৬) অভিভাবকের প্যান কার্ড,


এবং আরও কিছু আনুষঙ্গিক তথ্য।

Top Post Ad

Below Post Ad

Ads Area