Ads Area

West Bengal Ration Dealer Recruitment : How To Apply For Ration Dealer | পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় রেশন ডিলার নিয়োগ করা হচ্ছে

 West Bengal Ration Dealer Recruitment :

রাজ্যের মূখ্যমন্ত্রীর একের পর এক সপ্নের প্রকল্পের বাস্তবয়নের লক্ষ্যে একের পর এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে। শুধু' দুয়ারে সরকার 'নয় মূখ্য মন্ত্রীর অন্যতম সপ্নের প্রকল্প 'দুয়ারে রেশন ' প্রকল্পকে বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। 


West Bengal Ration Dealer Recruitment :

 ইতিমধ্যে দুয়ারে রেশনের যাবতীয় কাজের জন্য রেশন ডিলারদের কাজ বেধে দিয়েছেন রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর। গোটা রাজ্যে প্রচুর নায্য মূল্যের রেশন ডিলার থাকার সত্যেও ফের রাজ্যে কিছু রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য খাদ্য দপ্তপ।

West Bengal Ration Dealer Recruitment :

গত কয়েকদিন আগে নোটিশ জারি করে জানিয়েছে, মোট 5 টি এলাকায় নতুন করে রেশন ডিলার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই রেশন ডিলার পদে আবেদন করা প্রার্থীকে অবশ্যই সেই এলাকার বাসিন্দা হতে হবে যেই এলাকায় রেশন ডিলার নিয়োগ করা হবে। যে 5 টি এলাকায় রনায্য মূল্যের রেশন ডিলার নিয়োগ করা হবে তা নিচে উল্লেখ করা হল ছবি সহকারে। আপনারা যদি আগ্রহী হন তাহলে নিচে শেষ অবধি পড়বেন -



West Bengal Ration Dealer Recruitment :

আবেদনের জন্য কি কি লাগবে :


1.যেই এলাকায় নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। 


2.পার্টনারশিপ ফার্মে রেজিস্ট্রার থাকতে হবে 


3.কো-অপারেটিভ সোসাইটিতে রেজিস্ট্রার থাকতে হবে। 


4.SHG তে কাজের সঙ্গে সঙ্গে জরিত থাকতে হবে সেই এলাকার মধ্যে। 

আবেদন পদ্ধতি : 

আপনি যদি আবেদন করতে চান, তাহলে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। Form A-1 পূরণ করতে হবে সঙ্গে যা যা ডকুমেন্টস দরকার সেটি  দিতে হবে। এবং  আবেদনকারীকে আবেদন ফি হিসাবে 1000 টাকার অনলাইন ফী জমা করতে হবে।https://food.wb.gov.in/



আবেদন জমার শেষ তারিখ : 

যেদিন নোটিশ জারি করা হয়েছে সেই দিন থেকে 21 দিনের মধ্যে আবেদন করতে পারবেন ।


এছাড়াও আপনি যদি আরও  বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে Office Of the Deputy Director Of Rationing, Hooghly, Khadya Bhavan এ যোগাযোগ করুন। 


এবং এছাড়াও আপনি যদি আরও বিস্তারিত জানতে চান , তাহলে আপনাকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে জেনে নিতে পারবেন।নিচে অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক দেওয়া হলো।

https://food.wb.gov.in/

Top Post Ad

Below Post Ad

Ads Area