Ads Area

West Bengal Municipality Recruitment, Data Entry Operator Job in West Bengal, Engineer Jobs In WB

 পশ্চিমবঙ্গের বাসীদের  জন্য ফের বিরাট চাকরির  সুখবর। এবার রাজ্যের পৌরসভায় (Municipality) বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের আপনি যে কোনো জেলা থেকে এই চাকরি  আবেদন করা যাবে। যদি আপনার নিন্মলিখিত যোগ্যতা থাকে,তাহলে আপনি  বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন। 

পশ্চিমবঙ্গ পৌরসভায় এই সমস্ত সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে । যে সমস্ত প্রার্থীরা  আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই পোস্টটি  শেষ পর্যন্ত  পড়বেন। এই চাকরি কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল-

www.wbmsc.gov.in


মোট শূন্যপদ ও কী কী : -

1.Assistant Engineer (Civil)

শূন্যপদ : 2

যোগ্যতা :-

 সিভিল ইন্জিনিয়ারিং এ BE/B.TECH বা তার সমতুল্য যোগ্যতা থাকলে সি চাকরির জন্য আবেদন করা যাবে। এবং AutoCAD এ জ্ঞান থাকতে হবে।

এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

বয়স : 

এই চাকরির জন্য প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন : 35000/-

www.wbmsc.gov.in


2.Assistant Engineer (Electrical)

শূন্যপদ : 1

যোগ্যতা :

 ইলেক্ট্রিক্যাল ইন্জিনিয়ারিং এ BE/B.TECH বা তার সমতুল্য যোগ্যতা থাকলে  এই চাকরির জন্য আবেদন করা যাবে। এবং AutoCAD এ জ্ঞান থাকতে হবে।

এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

বয়স : 

এই চাকরির জন্য প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন : 35000/-

3.Bio Medical Engineer

শূন্যপদ : 1

যোগ্যতা : 

বায়ো মেডিক্যাল ইন্জিনিয়ারিং এ BE/B.TECH বা তার সমতুল্য যোগ্যতা কিংবা M.SC পাশ থাকলে এই চাকরির জন্য আবেদন করা যাবে। এবং AutoCAD এ জ্ঞান থাকতে হবে।

এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

বয়স : 

প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন : 35000/-


4.S.A.E (Civil)

শূন্যপদ : 2

যোগ্যতা : 

সিভিল ইন্জিনিয়ারিং বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এই চাকরির জন্য  আবেদন করা যাবে।

এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

বয়স :

এই চাকরির জন্য  প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন : 25000/-


5.S.A.E ( Electrical)

শূন্যপদ : 1

যোগ্যতা : 

ইলেক্ট্রক্যাল ইন্জিনিয়ারিং বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এই চাকরির জন্য আবেদন করা যাবে।

এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

বয়স : 

এই চাকরির জন্য  প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন : 25000/-

https://www.wbmsc.gov.in/

6.Data Entry Operator

শূন্যপদ :4

যোগ্যতা : 

যে শাখায় স্নাতক পাশ করলে এই চাকরির জন্য  আবেদন করতে পারবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।

বয়স:

 এই চাকরির জন্য  আবেদনকারীর বয়স 30 এর মধ্যে হতে হবে।

মাসিক বেতন :15000/-


আবেদন পদ্ধতি ও তারিখ :

 অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।  নিচে অনলাইন আবেদন করার লিঙ্ক দেওয়া আছে।  সেখান থেকে ক্লিক করে আবেদন করার লিংক নিচে দেয়া আছে। 

আবেদন শুরু হয়েছে  13-12-2021 থেকে এবং আবেদন চলবে 20-12-2021 তারিখ পর্যন্ত


কীভাবে আবেদন করবেন এবং সঙ্গে  কী ডকুমেন্টস লাগবে

আবেদন করতে সর্বপ্রথম আপনার পাসপোর্ট সাইজের ছবি ও সই আপলোড করতে হবে।

এর আপনার সমস্ত যোগ্যতার ভিত্তিতে ফর্ম পূরণ করতে হবে।  

ভেরিফিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টস গুলি লাগবে :-

  • একটি পরিচয় পত্র (ভোটার/আধার কার্ড)
  • মাধ্যমিক এডমিট কার্ড
  • বাসিন্দা প্রমান
  • সমস্ত যোগ্যতার ডকুমেন্টস
  • কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)
  • কম্পিউটার সার্টিফিকেট ( যে পদের জন্য জরুরি)

  • অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)


এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য  জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন এবং অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন গুলি ভালো ভাবে পড়ে তারপর আবেদন করবেন। 

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন 

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন 

https://www.wbmsc.gov.in/


Top Post Ad

Below Post Ad

Ads Area