পশ্চিমবঙ্গের বাসীদের জন্য ফের বিরাট চাকরির সুখবর। এবার রাজ্যের পৌরসভায় (Municipality) বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের আপনি যে কোনো জেলা থেকে এই চাকরি আবেদন করা যাবে। যদি আপনার নিন্মলিখিত যোগ্যতা থাকে,তাহলে আপনি বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গ পৌরসভায় এই সমস্ত সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে । যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন। এই চাকরি কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল-
মোট শূন্যপদ ও কী কী : -
1.Assistant Engineer (Civil)
শূন্যপদ : 2
যোগ্যতা :-
সিভিল ইন্জিনিয়ারিং এ BE/B.TECH বা তার সমতুল্য যোগ্যতা থাকলে সি চাকরির জন্য আবেদন করা যাবে। এবং AutoCAD এ জ্ঞান থাকতে হবে।
এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স :
এই চাকরির জন্য প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : 35000/-
2.Assistant Engineer (Electrical)
শূন্যপদ : 1
যোগ্যতা :
ইলেক্ট্রিক্যাল ইন্জিনিয়ারিং এ BE/B.TECH বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এই চাকরির জন্য আবেদন করা যাবে। এবং AutoCAD এ জ্ঞান থাকতে হবে।
এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স :
এই চাকরির জন্য প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : 35000/-
3.Bio Medical Engineer
শূন্যপদ : 1
যোগ্যতা :
বায়ো মেডিক্যাল ইন্জিনিয়ারিং এ BE/B.TECH বা তার সমতুল্য যোগ্যতা কিংবা M.SC পাশ থাকলে এই চাকরির জন্য আবেদন করা যাবে। এবং AutoCAD এ জ্ঞান থাকতে হবে।
এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স :
প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : 35000/-
4.S.A.E (Civil)
শূন্যপদ : 2
যোগ্যতা :
সিভিল ইন্জিনিয়ারিং বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এই চাকরির জন্য আবেদন করা যাবে।
এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স :
এই চাকরির জন্য প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : 25000/-
5.S.A.E ( Electrical)
শূন্যপদ : 1
যোগ্যতা :
ইলেক্ট্রক্যাল ইন্জিনিয়ারিং বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এই চাকরির জন্য আবেদন করা যাবে।
এছাড়াও উক্ত পদের সমান কাজের কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স :
এই চাকরির জন্য প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : 25000/-
6.Data Entry Operator
শূন্যপদ :4
যোগ্যতা :
যে শাখায় স্নাতক পাশ করলে এই চাকরির জন্য আবেদন করতে পারবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
বয়স:
এই চাকরির জন্য আবেদনকারীর বয়স 30 এর মধ্যে হতে হবে।
মাসিক বেতন :15000/-
আবেদন পদ্ধতি ও তারিখ :
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে অনলাইন আবেদন করার লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে ক্লিক করে আবেদন করার লিংক নিচে দেয়া আছে।
আবেদন শুরু হয়েছে 13-12-2021 থেকে এবং আবেদন চলবে 20-12-2021 তারিখ পর্যন্ত।
কীভাবে আবেদন করবেন এবং সঙ্গে কী ডকুমেন্টস লাগবে
আবেদন করতে সর্বপ্রথম আপনার পাসপোর্ট সাইজের ছবি ও সই আপলোড করতে হবে।
এর আপনার সমস্ত যোগ্যতার ভিত্তিতে ফর্ম পূরণ করতে হবে।
ভেরিফিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টস গুলি লাগবে :-
- একটি পরিচয় পত্র (ভোটার/আধার কার্ড)
- মাধ্যমিক এডমিট কার্ড
- বাসিন্দা প্রমান
- সমস্ত যোগ্যতার ডকুমেন্টস
- কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)
- কম্পিউটার সার্টিফিকেট ( যে পদের জন্য জরুরি)
- অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন এবং অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন গুলি ভালো ভাবে পড়ে তারপর আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন