EAST COAST RAILWAY RECRUITMENT CELL
সংক্ষিপ্ত বিবরণ : চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য রয়েছে মেগা রিকুটমেন্ট। একই সঙ্গে 756 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো জায়গায় স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন , তাহলো এই চাকরি করার সুযোগ পাবেন। সাম্প্রতিক EAST COAST RAILWAY RECRUITMENT CELL তরফে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান ,তাহলে আগে সম্পূর্ণ এবং বিস্তারিত এই পোস্ট টি পড়বেন , তার পরেই আবেদন করবেন। এই চাকরির সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল -
EAST COAST RAILWAY RECRUITMENT CELL
পদের নাম : অ্যাপ্রেন্টিস।
পদের সংখ্যা : 756 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 8 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে, এবং আবেদন চলবে 7 মার্চ 2022 তারিখ পর্যন্ত।
যোগ্যতা : এই চাকরির জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে ITI পাস হতে হবে।
বয়স : এই চাকরির আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি রিজাভ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করে, প্রার্থীকে নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন ফি : এই চাকরির আবেদন করার জন্য আপনাকে ১০০ টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা বিশদে জানতে পারবেন আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন।
অফিসিয়াল নোটিস : এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট : এখানে ক্লিক করুন