West Bengal 7000 Ration Dealers Recruitment 2022
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকার মোট ৭০০০ রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আপনি যদি এই ডিলার নেওয়ার জন্য আবেদন করতে চান তাহলে সম্পূর্ণ পোস্ট টি পড়বেন তারপর আবেদন করবেন। এই ডিলার নিয়েগের সম্পূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো -
West Bengal 7000 Ration Dealers Recruitment 2022
পদের নাম: রেশন ডিলারমোট শূন্যপদ: মোট 7000 ডিলার নিয়োগ হবে।
কারা আবেদন যোগ্য : এই ডিলার এর জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দা আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন: -
1 . এখানে আপনাকে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে আপনারা লগইন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে- https://food.wb.gov.in । আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করতে চান তাহলে আপনাকে মোবাইলটি অবশ্যই ডেক্সটপ মোডে করে নিতে হবে।
2. আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে একটা অপশন দেখতে পাবেন যেটি হল- PDS LICENSING এখানে ক্লিক করবেন ।
এখানে ক্লিক করার পরে আপনারা Apply for new Fair Price Shop এই অপশনে ক্লিক করবেন।
3. এগুলি করার পরে আপনার সামনে একটা ফর্ম আসবে যেখানে আপনি আপনার ফোন নাম্বার ও আপনার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে যেটি দিয়ে লগইন করে করতে পারবেন ।
4. এখানে লগইন করা হয়ে গেলে আপনার সামনে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আসবে এবং এরপর আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেটি পাশে আবেদনের লিংক দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে সরাসরি আবেদন করবেন।
আপনাকে যেই ফরম্যাট এ আবেদন করতে হবে সেই ফরমটি নিচে দেওয়া হল-
আবেদনের ফরম টি ডাউনলোড করুন
4. এখানে লগইন করা হয়ে গেলে আপনার সামনে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আসবে এবং এরপর আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেটি পাশে আবেদনের লিংক দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে সরাসরি আবেদন করবেন।
West Bengal 7000 Ration Dealers Recruitment 2022
আবেদন করতে যে সব ডকুমেন্টস লাগবে :
আপনি যদিএই আবেদন করতে চান তাহলে আপনাকে নিচের দেওয়ার ডকুমেন্টস গুলো সঙ্গে রাখতে হবে-
1. এই ডিলার পদের জন্য আবেদন করার প্রথমে আপনাকে ব্যাংকে গিয়ে আবেদন ফি জমা করে আসতে হবে এবং এর রিসিভ কপি আপনাকে আবেদনের সময় আপলোড করতে হবে।
2. মাধ্যমিকের এডমিট কার্ড
3. আপনার পাস্পোর্ট সাইজের রঙিন কালার ফটোকপি সিগনেচার আপলোড করতে হবে।
4. আপনার আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড ,রেশন কার্ড
5. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
6. আপনার ছয় মাসের ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজেকশন স্টেটমেন্ট
7. এছাড়াও অন্যান্য সার্টিফিকেট যদি থাকে
আবেদনের শেষ তারিখ: আবেদন প্রকিয়া আপাতত চলছে , এখুন পর্যন্ত জানানো হয়নি।
1. এই ডিলার পদের জন্য আবেদন করার প্রথমে আপনাকে ব্যাংকে গিয়ে আবেদন ফি জমা করে আসতে হবে এবং এর রিসিভ কপি আপনাকে আবেদনের সময় আপলোড করতে হবে।
2. মাধ্যমিকের এডমিট কার্ড
3. আপনার পাস্পোর্ট সাইজের রঙিন কালার ফটোকপি সিগনেচার আপলোড করতে হবে।
4. আপনার আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড ,রেশন কার্ড
5. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
6. আপনার ছয় মাসের ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজেকশন স্টেটমেন্ট
7. এছাড়াও অন্যান্য সার্টিফিকেট যদি থাকে
আবেদনের শেষ তারিখ: আবেদন প্রকিয়া আপাতত চলছে , এখুন পর্যন্ত জানানো হয়নি।
West Bengal 7000 Ration Dealers Recruitment 2022
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন
আপনাকে যেই ফরম্যাট এ আবেদন করতে হবে সেই ফরমটি নিচে দেওয়া হল-
আবেদনের ফরম টি ডাউনলোড করুন