Ads Area

ইন্ডিয়া পোস্ট অফিসে সরাসরি নিয়োগ করা হচ্ছে, India Post Office Jobs, 10th Pass Jobs 2022

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে সরাসরি Interview-র দিয়ে র্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । বিজ্ঞপ্তিতে জানানো হলো, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এতো বড়ো সুখবর হাতছাড়া করবে না।  


 এই চাকরির জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থী ছেলে ও মেয়ে উভয় হতে পারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পোস্টিং দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্য শেষ পর্যন্ত পড়বেন।  


 শূন্যপদের নাম : 

পশ্চিমবঙ্গ পোস্ট অফিসের পোস্টাল এজেন্ট 

শিক্ষাগত যোগ্যতা : 

এই পদে চাকরি পেতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা খুবই নূন্যতম। পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করলে এই চাকরির জন্য আবেদন করতে পারবে।  

 আবেদনকারীর বয়স

এই পদের জন্য আবেদন কারিকে য়স কমপক্ষে হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ হতে হবে 50 বছরের নিচে। বয়স গননা করা হবে 01-01-2022 তারিখ অনুযায়ী ।  

 আবেদন পদ্ধতি : এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের কোনো রকম অফলাইন বা অনলাইন আবেদন পত্র জমা করতে হবে না। যেহেতু শুধু Interview-র মাধ্যমে নিয়োগ করা হবে । তাই সেইদিন সরাসরি ইন্টারভিউ অফিসে পৌঁছে যেতে হবে ।

 

 https://www.indiapost.gov.in/ 


  প্রয়োজনীয় কি  ডকুমেন্টস লাগবে :  

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ 

2. মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট  

3. অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ( থাকলে নিয়ে আসতে পারেন তবে আবশ্যিক না)  

4. আধার/ ভোটার/ প্যান/ ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি নিয়ে আসতে হবে।  

5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি  

 উপরে যে সমস্ত ডকুমেন্টস এর নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর জেরক্স কপি সহ অরিজিনাল ডকুমেন্ট  Interview-র দিন নিয়ে যেতে হবে।  


 নিয়োগ প্রক্রিয়া : 

লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্ট ছাড়াই সরাসরি Interview-র মাধ্যমে নিয়োগ করা হবে। Interview সম্পর্কে যাবতীয় আলোচনা নিচে উল্লেখ রয়েছে :- 

 Interview-র তারিখ : 28-02-2022 Interview-র সময় : সকাল 11 টাকা থেকে বিকেল 3 টা পর্যন্ত । 

 Interview-র স্থান : 

The Senior Superintendent of Post Office, South Hooghly Division, 2nd Floor, Serampore Head office Building, Serampore,  Pin-712201।

  

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে যোগাযোগ করুন নিচে উল্লেখিত মোবাইল নম্বরে  যোগাযোগ নম্বর :- 6289857663/ 033-26620587 

 আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 👇👇 

 Official Website : Click Here  


Top Post Ad

Below Post Ad

Ads Area