Ads Area

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের গ্রূপ ডি পদে কর্মী নিয়োগ | MALDA ZILLA PARISHAD RECRUITMENT 2022

সংক্ষিপ্ত বিবরণ :  পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের সরাসরি গ্রুপ ডি ও শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ডি পদে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে পশ্চিমবঙ্গের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে 3 মার্চ 2022 তারিখে। 


পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো বাসিন্দা এখানে আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি এই   চাকরি আবেদন  করতে চান, তাহলে এই  চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো-

পদের নাম: পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলে গেস্ট টিচার হিসেবে শিক্ষক নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে প্রার্থীকে অবশ্যই শিক্ষক হওয়া সমস্ত যোগ্যতা অর্জন করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই স্কুলে পড়ানোর দক্ষতা থাকতে হবে বা রিটায়ার্ড শিক্ষক হতে হবে। পদের নাম: গ্রুপ-ডি (নাইট গার্ড) শিক্ষাগত যোগ্যতা: 

এখানে চাকরি করতে হলে প্রার্থীকে শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে। আবেদন পদ্ধতি: এখানে চাকরি করতে হলে প্রার্থীকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিনে ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি পেয়ে যেতে পারেন।


ইন্টারভিউ তে যে  ডকুমেন্টস লাগবে : 
 1.মাধ্যমিকের এডমিট কার্ড।
 2.আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট। 
3. আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) 
4. আধার কার্ড এবং ভোটার কার্ড , রেশন কার্ড 
5. আপনার একটি বায়ো ডাটা 
6. বয়সের প্রমাণপত্র 
7. এছাড়াও অন্যান্য নথিপত্র (যদি থাকে) ইন্টারভিউ এর তারিখ: এখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে 3 মার্চ 2022 তারিখ সকাল 11 টা থেকে। অর্থাৎ সকাল 11 টার আগে আপনাকে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। 

ইন্টারভিউ স্থান:
 আপনি যদি এই  চাকরি করতে চান ,তাহলে আপনাকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে এবং আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে 
Netaji Subhash Rd, Netaji More, MALDA ZILLA PARISHAD, MALDA, WEST BENGAL, 732101

এছাড়াও আপনি যদি এই চাকরি আবেদন সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে  নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করুন ।

OFFICIAL NOTICE: CLICK HERE

Top Post Ad

Below Post Ad

Ads Area