WBPDCL/Recruitment/2022/03
পশ্চিমবঙ্গের চাকরির সন্ধানীদের জন্য আজকে আরো একটি চাকরির নতুন আপডেট রয়েছে। রাজ্যের WBPDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (বিদ্যুৎ বিভাগে)-এ কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফ থেকে। রাজ্যের সমস্ত জেলার ছেলে-মেয়ে সকলেই তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে।
নোটিশ নম্বরঃ WBPDCL/Recruitment/2022/03
আবেদনের মাধ্যমঃ এই চাকরির জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager- Civil)
বেতনঃ এই চাকরির জন্য পার্থীকে প্রতি মাসে 63,000 টাকা
বয়সসীমাঃ
এই চাকরির জন্য 01.02.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 34 বছরের মধ্যে হতে হবে। SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতাঃ
B.E. / B. Tech. /Integrated M. Tech. / Dual-degree B.Tech. – M. Tech./ B.Sc. – B. Tech./ B. Tech- এর মধ্যে যেকোনো একটি বিষয়ে 4 বছরের ফুল টাইম ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদঃ
এই পদের মোট পদ 6 টি (UR-2, UREC-1, SC-1, ST-1, OBCA-1)
নিয়োগ প্রক্রিয়াঃ এই চাকরির জন্য আবেদনকারীদের মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি শর্টলিস্ট করা হবে। তাতে নাম থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ঐ ইন্টারভিউয়ে যারা পাশ করবে তাদের ঐ উক্ত পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের দিন যে দরকারি ডকুমেন্ট লাগবে :
(1) Date of Birth (matriculation certificate / mark sheet / admit card or Birth Certificate).
(2) Qualifying degree/diploma certificates with all semester wise / year wise mark sheets.
(3) Copy of caste / community certificate (applicable for SC / ST / OBC (NCL) candidates of West Bengal.
(4) Copy of disability certificate, if applicable.
(5) Experience Certificates, as applicable.
(6) Aadhaar Card.
আবেদন প্রক্রিয়াঃ
এই চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল wbpdcl.co.in।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীকে এই ওয়েবসাইট ওপেন করে ‘APPLY ONLINE’ লেখার উপর ক্লিক করতে হবে। এরপর আবেদন করার পেজ খুলে যাবে। তারপর আবেদনকারীকে ইমেল আইডি, মোবাইল নম্বর, আঁধার কার্ড, স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম পূরন করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ —————
আবেদন শুরু 08.02.2022
আবেদন শেষ 22.02.2022
