পাঞ্জাব ন্যাশনাল (PNB) ব্যাংকে গ্রুপ-ডি নিয়োগ | ২ টি জেলা থেকে আবেদন
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সার্কেলে পাঞ্জাব ব্যাংকের শাখাগুলিতে গ্রুপ-ডি পিয়ন পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। আমরা বিভিন্ন সার্কেলে পিয়ন নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে পোষ্ট করেছি।
বর্ধমান সার্কেলে পাঞ্জাব ন্যাশনাল (PNB) ব্যাংকে গ্রুপ-ডি পিয়ন নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটি জেলার চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। নিচে এই নিয়োগের সমস্ত বিষয়ে জানানো হয়েছে।
পদের নামঃ পিয়ন (Peon)
বেতনঃ প্রতি মাসে ১৪ হাজার ৫০০ টাকা থেকে ২৮ হাজার ১৪৫ টাকা।
বয়সঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 24 বছর। ST, SC, OBC শ্রেনিরা বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে ইংরেজি পড়তে এবং লিখতে পারতে হবে।
বিশেষ যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
শুন্যপদঃ
পূর্ব বর্ধমান- 8 (UR-3, OBC-2, SC-1, St-1, EWS-1)
বীরভূম- 7 (UR-3, OBC-1, SC-2, EWS-1)
মোট শুন্যপদঃ 15 টি
আবেদন প্রক্রিয়াঃ
একটি দরখাস্তের আকারে ফর্ম বানিয়ে নিতে হবে। দরখাস্তে কি কি তথ্য দিতে হবে তা নিচে থেকে জেনে নিতে পারবেন। দরখাস্ত বানানো হয়ে গেলে প্রার্থীকে তার নথিপত্রগুলিকে ঐ দরখাস্তের সাথে গেথে দিতে হবে। তারপর সেগুলিকে একটি খামে ভরতে হবে। সবশেষে ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) পাসপোর্ট সাইজের ছবি
(2) বাসিন্দা প্রমানপত্র
(3) বয়সের প্রমাপত্র
(4) পরিচয়পত্র ও ঠিকানার প্রমান (আঁধার কার্ড ও ভোটার কার্ড)
(5) উচ্চমাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট
(6) স্কুল বা কলেজ লিভিং সার্টিফিকেট
(7) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
(8) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন (রেজিস্টার করা থাকলে)
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2 nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan- 713103.
আবেদন করার শেষ তারিখঃ 28 মার্চ 2022
Official website : Click Here
Official Notification : Download Now
Mid-Day-Meal প্রকল্পে Supervisor পদে সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি সুযোগ | WB Govt Recruitment

