Ads Area

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স(Income Tax) ডিপার্টমেন্ট এ প্রচুর কর্মী নিয়োগ

  মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স(Income Tax) ডিপার্টমেন্ট এ প্রচুর কর্মী নিয়োগ


পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এ প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গার স্থায়ী বাসিন্দা কলেজ আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই এই খবরটি শেষ পর্যন্ত দেখতে পারেন।


 এখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন।


পদের নাম: পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট টেক্স ইনস্পেক্টর, টেক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ সহ আরো অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগকারী সংস্থা: এই চাকরির জন্য যে সংস্থার আন্ডারে কর্মী নিয়োগ করা হবে সেটি হল ইনকাম ট্যাক্স প্রিন্সিপাল চিপ কমিশনার (Principle Chief Commissioner of Income Tax)


বেতন: যেসব চাকরিপ্রার্থী এখানে ট্যাক্স ইন্সপেক্টর পদে চাকরি করতে চান তাদের প্রতি মাসে ৩৪,৮০০ টাকা করে বেতন দেওয়া হবে, যেসব চাকরিপ্রার্থী এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি টাক্সিং স্টাফ পদে চাকরি করতে চান তাদের প্রতি মাসে মাসিক ২০,২০০ টাকা করে বেতন দেওয়া হবে।


মোট শূন্যপদ: সব মিলিয়ে এখানে মোট 18 শূন্য পদ রয়েছে।


আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এখানে চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন 18.04.2022 তারিখ পর্যন্ত।


শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির জন্য টেক্স ইনস্পেক্টর পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশন পাস মাল্টিটাস্কিং স্টাফ পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস।


বেতন: এই চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে যোগ্যতা অনুযায়ী এখানে আলাদা আলাদা বয়স সীমা রয়েছে। টেক্স ইনস্পেক্টর ক্ষেত্রে বয়স হলো 18 থেকে 30 বছর, টেক্স অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে বয়স সীমা হলো 18 থেকে 27 বছর এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে বয়স হলো 18 থেকে 25 বছর।


আবেদন পদ্ধতি: যেসকল চাকরিপ্রার্থীকে না আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। যে সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অফিসের নোটিফিকেশনটি ডাউনলোড করলে তার মধ্যে আবেদনপত্রটি পেয়ে যাবেন।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel and Establishment), 1st floor, room no. 14, Aayakar Bhawan, P- 7, Chowringhee Square, Kolkata- 700069


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দিবেন:


শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ও মার্কশিট

মাধ্যমিকের এডমিট কার্ড

বয়সের প্রমাণপত্র

আধার কার্ড অথবা ভোটার কার্ড

পাসপোর্ট সাইজের ফটো


আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করলেই ভালো করে জেনে নিতে পারবেন।


OFFICIAL NOTIFICATION: CLICK HERE.

👉আরও চাকরির নতুন আপডেট দেখুন


রাজ্যে Milk Production ইউনিয়নে চাকরির সুযোগ | ১৬ হাজার টাকা মাসিক বেতন

👉Mid-Day-Meal প্রকল্পে Supervisor পদে সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি সুযোগ | WB Govt Recruitment




Top Post Ad

Below Post Ad

Ads Area