সংক্ষিপ্ত বিবরণ :
3612 শূন্যপদে ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীর রেলে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই একটি বিশাল বড় একটি সুখবর। এখানে কেবলমাত্র মাধ্যমিক পাস চাকরি প্রার্থীর আবেদন করার সুযোগ পাবেন। এখানে পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন।
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে সরাসরি আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যেই এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 27 জুন পর্যন্ত। এখানে চাকরি প্রার্থীদের প্রচুর বেতন দেওয়া হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই খবরটা জেনে নেবেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হল।
পদের নাম : যে সমস্ত পদে আবেদন করার সুযোগ পাবেন সেগুলি হল-
1. Stenographer
2. Machinist
3.Turner
4. Fitter
5. Electrician
6. Electronic Mechanic
7. Wireman
8. Refridgerator (AC – Mechanic)
9. Pipe Fitter
10. Plumber
11. Draftsman (Civil)
12. PASSA
13. Welder
14. Carpenter
15. Painter
16. Diesel Mechanic
17. Mechanic Motor Vehicle
যোগ্যতা : এই চাকরির জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। ভারত সরকার/রাজ্য সরকার/ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা যে কোনও স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত গণিত এবং ইংরেজিতে (বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসাবে অধ্যয়ন করা হয়েছে) .
বয়স : এই চাকরির আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 15 years -24 years of age as on 27/06/2022
বেতন : এই চাকরির জন্য আপনাকে প্রতি মাসে Level – 1 (Rs. 18,000/- - Rs. 56,900/-)
আবেদন পদ্ধতি :
আপনি যদি এই পদের জন্য আগ্রহী হন তাহলে আপনাকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইন এর মাধ্যম্যে আবেদন করতে হবে।
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা এখানে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও নীচে সরাসরি অনলাইনে আবেদনের লিংক দেওয়া থাকবে সেখান থেকে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
👉 আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই এই চাকরির অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে ভালো ভাবে পড়ে বুজে , তারপর আবেদন করবেন। অফিসিয়াল নোটিশ তীর লিংক নিচে দেওয়া আছে , সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।
আবেদন ফি : এই চাকরির আবেদন করার জন্য আপনাকে বিজ্ঞপ্তি অনুযায়ী ১০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
👉 আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করুন
Official Notice : Download Now

