Air India Jobs: এয়ার ইন্ডিয়ায় কেবিন ক্রু পদে কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন
Air India Recruitment 2022: এয়ার ইন্ডিয়ায় কেবিন ক্রু পদে চাকরি করতে চাইলে এটাই সুবর্ণ সুযোগ।
![]() |
| Air India Recruitment 2022 |
Air India Recruitment 2022:
Air India Jobs: আবেদনের যোগ্যতা
এই পদে পুরুষ, মহিলা দু'জনেই আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই ভারতীয় হতে হবে। আবেদনকারীদের কাছে প্যান কার্ড , আধার কার্ড ও পাসপোর্ট থাকাটা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা
এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স অবশ্যই (১৮-২৭) বছরের মধ্যে হতে হবে। তবে এই চাকরিতে অভিজ্ঞতাসম্পন্ন চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৩২ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
Air India Jobs: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনকারীদের কমপক্ষে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে চাকরিপ্রার্থীর।
Air India Recruitment 2022: ভাষা শিক্ষা
এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু পদের জন্য আবেদনকারীকে ইংরেজি ও হিন্দিতে সাবলীল হতে হবে।সঙ্গে চাকরিপ্রার্থীদর গায়ে ক্র-এর পোশাক পরাকালীন কোনও উল্কি বা ট্যাটু দেখা গেলে চলবে না। সেই ক্ষেত্রে চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন না।
Air India Jobs: চোখ , উচ্চতা ও বিএমআই
চাকরিপ্রার্থীদের অবশ্যই চোখের দৃশ্যমানতা ৬/৬ হতে হবে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৭২ সেন্টিমিটার ধরা হয়েছে। পাশাপাশি মহিলা প্রার্থীরা ১৫৭ সেন্টিমিটার উচ্চতা হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে অভিজ্ঞদের এসইপি কার্ড দেখাতে হবে। এই বিষয়ে আরও বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অবশ্যই অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সেখানেও আরও বিস্তারিত কাজের বিষয়ে বলা হয়েছে।
Official Website Click Here

