ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC)-এ অ্যাপ্রেনটিস নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন ওয়ার্ক সেন্টারে মোট 3614 টি শুন্যপদে এই নিয়োগ করা হবে।
এই অ্যাপ্রেনটিস নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই আমরা নিয়োগের আপডেট নিয়ে হাজির হয়েছি।
3614 টি শুন্যপদে অ্যাপ্রেনটিস নিয়োগ, ভারতের ONGC-তে নিয়োগ | ONGC RECRUITMENT , APPRENTICE JOBS
কোন কোন ট্রেডে এই অ্যাপ্রেনটিস নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক স্টাইপেন্ড কত করে দেওয়া হবে এবং উপযুক্ত ও ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করবে তা নিচে একে এক করে জানানো হয়েছে। আবেদন করার আগে অবশ্যই জেনে নিন।
ONGC Apprentice Recruitment
নোটিশ নম্বরঃ ONGC/APPR/1/2022/
নোটিশ প্রকাশের তারিখঃ 27.04.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
(1) Accounts Executive
(2) Office Assistant
(3) Secretarial Assistant
(4) Computer Operator and Programming Assistant
(5) Draughtsman (Civil).
(6) Electrician
(7) Electronics Mechanic
(8) Fitter
(9) Instrument Mechanic
(10) Information & Communication
(11) Technology System Maintenance (ICTSM)
(12) Laboratory Assistant
(13) Machinist
(14) Mechanic (Motor Vehicle)
(15) Mechanic Diesel
(16) Medical Laboratory Technician (Cardiology and Physiology)
(17) Medical Laboratory Technician (Pathology)
(18) Medical Laboratory Technician (Radiology)
(19) Refrigeration and Air Conditioning Mechanic.
(20) Surveyor
(21) Welder
(22) Civil
(23) Computer Science
(24) Electronics & Telecommunication
(25) Electrical
(26) Electronics
(27) Instrumentation
(28) Mechanical
মোট শুন্যপদঃ 3614 টি
যেসমস্ত সেক্টরে নিয়োগ করা হবেঃ
(1) নর্দার্ন সেক্টর
(2) মুম্বাই সেক্টর
(3) ওয়েস্টার্ন সেক্টর
(4) ইস্টার্ন সেক্টর
(5) সাউদার্ন সেক্টর
(6) সেন্ট্রাল সেক্টর
বয়সসীমাঃ
15.05.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 – 24 বছর হতে হবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবে।
স্টাইপেন্ড/ বেতনঃ
(1) গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস- প্রতি মাসে 9,000 টাকা
(2) ট্রেড অ্যাপ্রেনটিস (1 বছরের ITI)- প্রতি মাসে 7,700 টাকা
(3) ট্রেড অ্যাপ্রেনটিস (2 বছরের ITI)- প্রতি মাসে 8,050 টাকা
(4) ডিপ্লোমা অ্যাপ্রেনটিস- প্রতি মাসে 8,000 টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ
নিয়োগ প্রক্রিয়াঃ
শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট করা হবে। ঐ লিস্টের প্রথম দিকের প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অ্যাপ্রেনটিসশিপ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনকারীর তথ্য পূরন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যদি কেউ আগে থেকে অ্যাপ্রেনটিসশিপ এর রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ নোটিশ প্রকাশ
আবেদন শুরু 27.04.2022
আবেদন শেষ 15.05.2022