Ads Area

Bengal Govt Allowance For Women: বিনা আবেদনেই মহিলাদের এবার প্রতিমাসে ১ হাজার টাকা দেবে রাজ্য

 Bengal Govt Allowance For Women: বিনা আবেদনেই মহিলাদের এবার প্রতিমাসে ১ হাজার টাকা দেবে রাজ্য, কারা-কী শর্তে পাবেন?

WB Govt Allowance For Women: বুধবার রাজ্যের বাজেট (West Bengal Budget 2023) পেশ করল তৃণমূল সরকার। এবারের বাজেট ভাষণে রাজ্যের মহিলাদের জন্য বরাদ্দ সরকারি অনুদান পাওয়ার নিয়ম সরল করে দিল সরকার।


Bengal Govt Allowance For Women: বুধবার রাজ্যের বাজেট (West Bengal Budget 2023) পেশ করল তৃণমূল সরকার। এবারের বাজেট ভাষণে রাজ্যের মহিলাদের জন্য বরাদ্দ সরকারি অনুদান পাওয়ার নিয়ম সরল করে দিল সরকার।


রাজ্যের ১ কোটি ৮৮ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পের আওতায় তফসিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা আর রাজ্যের অন্যান্য (জেনারেল) মহিলারা মাসে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পান।


তবে ৬০ বছর হলেই তাঁরা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। তখন তাঁদের রাজ্য সরকারের বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে। বার্ধক্য ভাতা বাবদ ষাটোর্ধ্ব মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন। এটা হল পুরনো নিয়ম। তবে এবারের বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় নাম থাকা মহিলাদের বয়স ৬০ বছর পেরলেই তাঁরা বার্ধক্য ভাতা বাবদ মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এর জন্য তাঁদের আলাদা করে কোনও রকম আবেদন করতে হবে না। ষাটোর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে সরকারের কাছে থাকা নথি অনুযায়ী নিজে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পকল্পের প্রাপকের তালিকায় থাকা নাম সেখান থেকে বাদ পড়বে, একই সঙ্গে ওই প্রাপকের নামে বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে। 


আজকের বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রীর নয়া ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের বয়স ৬০ বছর পেরলেই তাঁর অ্যাকাউন্টে ৫০০ টাকার পরিবর্তে বার্ধক্য ভাতা বাবদ মাসে ১০০০ টাকা করে জমা পড়বে। অর্থাৎ, এ ক্ষেত্রে নতুন করে বার্ধক্য ভাতার প্রাপকের তালিকায় আলাদা করে নাম তোলার প্রয়োজন আর থাকছে না।

Top Post Ad

Below Post Ad

Ads Area