South Eastern Coalfields Limited Recruitment 405 Vacancy | সাউথ ইস্টার্ন কোলফিল্ড ৪০৫ জন কর্মী নিয়োগ
মাইনিং সর্দার এবং ডেপুটি সার্ভেয়র পদে ৪০৫ জনকে নেবে সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ড।
এটি কোল ইন্ডিয়ার অধীনস্থ একটি সংস্থা। এই নিয়োগের
বিজ্ঞপ্তি নম্বর: SECL/BSPMPMHQ/2023/477.
শূন্য পদের বিবরণ : মাইনিং সর্দার ,ডেপুটি সার্ভেয়র
মোট পদ ৪০৫ টি
- মাইনিং সর্দার : ৩৫০টি
(সাধারণ ১৩১ ,তফসিলি জাতি - ৪৮ টি , তফসিল উপজাতি -৯৭ টি , ওবিসি -৪২, ও আর্থিকভাবে অনগ্রসার ৩২ টি।
শিক্ষা গত যোগ্যতা : মাধ্যমিক পাশ সঙ্গে ধানবাদের ডিরেক্টরেট জেনারেল অব মাইনস সেফটি কর্তৃক প্রদত্ত বৈধ মাইনিং সর্দারশিপ কম্পিটেন্সি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। এর পাশাপাশি উভয় ক্ষেত্রে ফার্স্ট এইড ও গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকতে হবে।
- ডেপুটি সার্ভেয়র : ৫৫ টি ( সাধারণ ২২, তফসিল জাতি -৭ ,তফসিল উপজাতি -১৪ টি , ওবিসি - ৭ pwd -৫ টি।
শিক্ষা গত যোগ্যতা : মাধ্যমিক পাশ সঙ্গে ধানবাদের ডিরেক্টরেট জেনারেল অব মাইনস সেফটি কর্তৃক প্রদত্ত বৈধ মাইনিং সর্দারশিপ কম্পিটেন্সি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। এর পাশাপাশি উভয় ক্ষেত্রে ফার্স্ট এইড ও গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকতে হবে।
বয়স : ৩০-০১-২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এবং সংরক্ষিত ক্যাটেগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে।
বেতন : উভয় পদের জন্য ৩১৮৫২ প্রতি মাসে
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে
আবেদন পদ্ধতি : এই চাকরি টি আবেদন হবে সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে। আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন টি করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট টি হলো
এবং এই চাকরির আবেদন টি আপনি করতে পারবেন আগামী ২৩ ফেব্রূয়ারি পর্যন্ত।
আবেদন ফী : আবেদন ফী বাবদ আপনাকে অনলাইন এর মাধ্যমে জিসটি সহ ১১৮০ টাকা।
ফী জমা দেওয়ার শেষ তারিখ ২৪ ফেব্রূয়ারি।
বিঃদ: - আপনি যদি এই চাকরির সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান , তাহলে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবেন।