রাজ্যের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মালদা জেলার ‘মালদা মেডিক্যাল কলেজ’-এ গ্রুপ-C কোঅর্ডিনেটর পদে এবং ডাটা এনট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
Malda Medical College Group-C Coordinator and DEO Recruitment , WB Health Recruitment 2021, West Bengal Health Jobs,পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ
মালদা জেলায় নিয়োগ করা হলেও রাজ্যের সমস্ত জেলা থেকে ছেলে-মেয়ে সকলেই তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি কি বলেছে , তা আপনি এই পোস্টে সম্পূর্ণ বাংলায় জেনে নিতে পারবেন। নিচে আলোচনা করা হলো
Malda Medical College Group-C Coordinator and DEO Recruitment
নোটিশ নম্বরঃ P/MLD-MC/3655
নোটিশ প্রকাশের তারিখঃ 26.11.2021
পদগুলির নাম:
1) পদের নাম- কোঅর্ডিনেটর
বেতন- প্রতি মাসে 45 হাজার টাকা
বয়সসীমা-
১ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এর পোষ্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।
কম্পিউটারে MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে।
সরকারি অথবা বেসরকারি সংস্থায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1
পদের নাম- ডাটা এনট্রি অপারেটর
বেতন- প্রতি মাসে 13 হাজার 560 টাকা প্রতি মাসে দেওয়া হবে।
বয়সসীমা- ১ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ লাগবে । এবং
কম্পিউটারের ১ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
কম্পিউটারে MS Word, MS Excel, MS Power Point, MS Access এবং ইন্টারনেটের কাজ জানতে হবে।
সেইসাথে সরকারি সংস্থায় ৩ বছরের অথবা বেসরকারি সংস্থায় ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ মালদা মেডিক্যাল কলেজ.
নিয়োগ প্রক্রিয়াঃ- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ
14 ডিসেম্বর 2021, সকাল 11.00 টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।
ইন্টারভিউয়ের স্থানঃ Principal Office, 1st Floor, Academic Building, Malda Medical College, Malda.
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশে আবেদন করার একটি ফর্ম দেওয়া আছে। প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে । এই ফ্রম টি নিচে লিংক দেওয়া হয়েছে । ডাউনলোড করে আবেদন করার ফর্মটি একটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ঐ ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে সাথে দরকারি সমস্ত ডকুমেন্ট গুলিকে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে আপনি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ ভালো ভাবে পরে তারপর আবেদন করবেন ।